চার্জ দিতেই ভুলে যাবেন! শক্তিশালী ব্যাটারি ও দারুণ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Oppo Pad 2
ওপ্পো গত বছর ফেব্রুয়ারি মাসে চীনে তাদের প্রথম ট্যাবলেট, Oppo Pad লঞ্চ করেছিল। Qualcomm Snapdragon 870 চিপসেট দ্বারা এই ট্যাবটি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আর আজ (২১ মার্চ), ওপ্পো তাদের Find X6 এবং Find X6 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি Pad 2 লঞ্চ করেছে। এতে আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 9000 চিপসেট, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৯,৫১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Oppo Pad 2-এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Oppo Pad 2-এর স্পেসিফিকেশন এবং ফিচার
ওপ্পো প্যাড ২-এ রয়েছে ১১.৬১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ৭:৫। এই স্ক্রিনটি ২,৮০০ x ২,০০০ পিক্সেলের রেজোলিউশন, ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার, ৮৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত। এই একই চিপসেট ভিভো প্যাড ২-এ ব্যবহার করা হতে পারে, যা এপ্রিলে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ওপ্পোর ট্যাবটিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক প্যাডের জন্য কালারওএস ১৩ (ColorOS 13 for Pad) কাস্টম স্কিনে রান করে, যা একটি মসৃণ এবং ইউজার-ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স প্রদান করতে পারে।
জানিয়ে রাখি, ওপ্পো প্যাড ২ অ্যালুমিনিয়াম নির্মিত ডিভাইস, যার ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ফোর-কে (4K) ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর সেলফির তোলা ও ভিডিও কলের জন্য, ট্যাবলেটটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ১,০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 2-এ ৯,৫১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই ট্যাবলেটে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট সাপোর্ট করে। ট্যাবলেটটি ওপ্পো পেনসিল ২ (Oppo Pencil 2) এবং একটি নতুন স্মার্ট টাচ কীবোর্ডের সাপোর্ট সহ এসেছে। তবে, এই ডিভাইসে কোনও সিম সাপোর্ট নেই। অনুমান করা হচ্ছে, Oppo Pad 2 ট্যাবটি OnePlus Pad-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা এপ্রিল মাসে বিশ্ব বাজারে মুক্তি পেতে পারে।
Oppo Pad 2-এর মূল্য এবং লভ্যতা
চীনের মার্কেটে Oppo Pad 2-এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৬,১০০ টাকা)। এছাড়াও, এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,৮৭০ টাকা) এবং ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৮,১০০ টাকা)। এটি লাইট ফেদার গোল্ড এবং নেবুলা গ্রে-এর মতো কালার অপশনগুলিতে পাওয়া যাবে। Oppo Pad 2 আগামী ২৪ মার্চ থেকে চীনে বিক্রির জন্য উপলব্ধ হবে। এটি ভারতে কবে লঞ্চ হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।