Oppo Pad 3 বিশাল বড় 951mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে 2.8K ডিসপ্লে, দাম কত

Oppo Pad 3 ট্যাবের সামনে আছে 11.61 ইঞ্চি 2.8K (2800 x 2000 পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট, 700 নিটস পিক ব্রাইটনেস, 480Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে।

Update: 2024-11-26 06:21 GMT

Oppo Pad 3 Launched

Oppo আজ Reno 13 সিরিজের সাথে Oppo Pad 3 ট্যাবলেট লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় 24,000 টাকা থেকে। ফিচারের কথা বললে, এতে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 9510 এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর। ট্যাবটি ছয়টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Pad 3: দাম ও প্রাপ্যতা

ওপ্পো প্যাড 3 এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2099 ইউয়ান (প্রায় 24,400 টাকা), 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ (ম্যাট), 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2399 ইউয়ান (প্রায় 27,900 টাকা), 2599 ইউয়ান (প্রায় 30,200 টাকা), 2699 ইউয়ান (প্রায় 31,400 টাকা), 2899 ইউয়ান (প্রায় 33,700 টাকা) ও 3099 ইউয়ান (প্রায় 36,000 টাকা)।

এই ট্যাবটি স্টার ট্র্যাক ব্রাইট সিলভার, সানসেট পার্পেল, নাইট ব্লু কালারে পাওয়া যাবে। ওপ্পো প্যাড 3 এর সাথে ওপ্পো স্মার্ট কীবোর্ড নিতে চাইলে 499 ইউয়ান অর্থাৎ প্রায় 5,800 টাকা অতিরিক্ত দিতে হবে। এটি চীনের বাইরে কবে লঞ্চ হবে তা এখনও জানানো হয়নি।

Oppo Pad 3: স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো প্যাড 3 ট্যাবের সামনে আছে 11.61 ইঞ্চি 2.8K (2800 x 2000 পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট, 700 নিটস পিক ব্রাইটনেস, 480Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

এই Oppo ট্যাবে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 9510 এমএএইচ ব্যাটারি আছে, যা 67W সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। এই ট্যাবলেটের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, ছয়টি হাই-রেস সার্টিফায়েড স্পিকার, স্মার্ট কীবোর্ড সাপোর্ট। এটি মেটাল ডিজাইন সহ এসেছে।

Tags:    

Similar News