এই প্রথম হাই-পারফরম্যান্স ট্যাবলেট আনছে Oppo, থাকবে 1000 জিবি স্টোরেজ

Update: 2024-08-28 08:47 GMT

ওপ্পো শীঘ্রই চীনা বাজারে একটি নতুন ট্যাবলেট উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যার নাম Oppo Pad 3 Pro। এর মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে। এক সুপরিচিত টিপস্টার এখন দাবি করেছেন যে, ট্যাবলেটটি Snapdragon 8 Gen 3 Accelerated Edition প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি বাজারে হাই-পারফরম্যান্স ট্যাবলেটগুলির মধ্যে অবস্থান করবে।

Oppo Pad 3 Pro ট্যাবে থাকবে Snapdragon 8 Gen 3 Accelerated Edition চিপসেট

ওপ্পো প্যাড 3 প্রো ট্যাবলেটে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরটি 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে, যা এটিকে ভারী মাল্টিটাস্কিং ও ব্যাপক মিডিয়া স্টোরেজের জন্য উপযুক্ত করে তোলে। তবে, বহুল প্রত্যাশিত কালারওএস 15 (ColorOS 15) সিস্টেম আপডেটটি লঞ্চের সময়ই উপলব্ধ হবে না। টিপস্টার উল্লেখ করেছে যে কালারওএস-এর এই নতুন সংস্করণটি ডিভাইসে পরে আসবে, যদিও কোনো নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়নি। ওয়ানপ্লাস 12 এবং ওপ্পো ফাইন্ড এক্স7 সিরিজের স্মার্টফোনে কালারওএস 15-এর বিটা টেস্টিং এই মাসের শেষের দিকে শুরু হতে চলেছে।

আগের রিপোর্ট অনুসারে, Oppo Pad 3 Pro ট্যাবের ডিজাইন প্রায় OnePlus Pad Pro-এর মতো হবে বলে জানা গেছে। ট্যাবলেটটি দুটি কালার অপশনে আসবে। এটি OnePlus Pad Pro-এর বিদ্যমান গ্রে এবং গ্রিন অপশনগুলির পরিবর্তে ব্লু এবং গোল্ড কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ট্যাবলেটের পাশাপাশি, ওপ্পো একটি স্মার্ট প্রোটেক্টিভ কেস এবং কালো কালার অপশনে Oppo Pencil 2 Pro স্টাইলাসের মতো অ্যাক্সেসরিও অফার করবে, যা পেশাদার এবং সাধারণ উভয় ব্যবহারকারীদের জন্য এর উপযোগিতা বাড়াবে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টের কমেন্টে সেকশনে এও জানিয়েছেন যে, ট্যাবলেটের মার্কেটে আরেকটি আসন্ন প্রতিযোগী Xiaomi Pad 7, "উল্লেখযোগ্যভাবে কম কর্মক্ষমতা" অফার করবে। এটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। যদিও বিশদ বিবরণ উপলব্ধ নেই, তবে এটি বোঝায় যে Oppo Pad 3 Pro প্রসেসিং শক্তির ক্ষেত্রে শাওমির ডিভাইসগুলির তুলনায় উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে।

এছাড়াও, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ইঙ্গিত দিয়েছেন যে, OnePlus Ace 5 ফোনটিও Snapdragon 8 Gen 3 Accelerated Edition প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা সম্ভাব্যভাবে তার সেগমেন্টে একটি নতুন পারফরম্যান্স বেঞ্চমার্ক সেট করবে।

Tags:    

Similar News