Oppo Pad Neo: দাম হবে সস্তা, বাজারে নতুন 4G ট্যাবলেট লঞ্চ করতে চলেছে ওপ্পো
ওপ্পো (Oppo) একটি নতুন ট্যাবলেটের উপর কাজ করছে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এটি Oppo Pad Neo নামে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ট্যাবটির মডেল নম্বর ও বাণিজ্যিক নাম প্রকাশ্যে এসেছে। আর এখন, Oppo Pad Neo মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সাইটে উপস্থিত হয়েছে। এই লিস্টিংটি আপকামিং ওপ্পো প্যাড সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেছে।
Oppo Pad Neo পেল SIRIM-এর সার্টিফিকেশন
ওপ্পো প্যাড নিও এর আগে ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ডেটাবেসে দেখা গিয়েছিল, যেটি থাইল্যান্ড ভিত্তিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম। এবার ডিভাইসটিকে স্ট্যান্ডার্ড এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়া (SIRIM)-এর ডেটাবেসে দেখা গেছে। যা প্রকাশ করেছে যে, ওপ্পো প্যাড নিও ট্যাবটি OPD2303 মডেল নম্বর বহন করে। এই মডেলটি সম্ভবত ৪জি ট্যাবলেট, যা ওয়াই-ফাই সাপোর্ট করে। তবে, এর শুধু ওয়াই-ফাই ওনলি ভ্যারিয়েন্টও লঞ্চ হবে বলে জানা গেছে।
যদিও, সার্টিফিকেশন সাইট থেকে এই ট্যাবলেটের স্পেসিফিকেশন বা ডিজাইন সম্পর্কে কোনও বিশদ বিবরণ প্রকাশ পায়নি। তবে নাম থেকেই বোঝা যাচ্ছে, ওপ্পো প্যাড ২ মডেলের তুলনায় ওপ্পো প্যাড নিও মডেলটি আরও সাশ্রয়ী মূল্যের মিড-রেঞ্জে আসবে। অনেকের দাবি, ওপ্পো প্যাড নিও সম্ভবত সহযোগী ব্র্যান্ড ওয়ানপ্লাস প্যাড গো-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে আসবে।
জানিয়ে রাখি, OnePlus Pad Go হল একটি 4জি ট্যাবলেট। এতে MediaTek Helio G99 প্রসেসর রয়েছে, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এটি ১১.৩৫ ইঞ্চির লম্বা আইপিএস এলসিডি প্যানেলের সাথে এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ক্যামেরার ক্ষেত্রে, ট্যাবটির পিছনের দিকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিওর জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Pad Go-এ শক্তিশালী ৮,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে যা ৩৩ ওয়াট সুপারভোক ফার্স্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।