চার্জ দিতে ভুলেই যাবেন, 20,000mAh ব্যাটারির ট্যাব লঞ্চ করে বাজার তোলপাড় করল Oukitel
রাগেড ইলেকট্রনিক্স ডিভাইস তৈরির জন্য পরিচিত ওকিটেল বিশাল ব্যাটারি দিয়ে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করে হইচই ফেলে দিল, যার নাম Oukitel RT6। এটি কিছু উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্যের সাথে এসেছে। রাগেড ট্যাবটির প্রধান হাইলাইট হল বিশাল শক্তিশালী ২০,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও, Oukitel RT6-এ রয়েছে বড় ডিসপ্লে, MediaTek MT8788 প্রসেসর এবং ৮ জিবি র্যাম৷ ট্যাবলেটটিতে বহুমুখীতার জন্য ডিট্যাচেবল কিকস্ট্যান্ডও যুক্ত করা হয়েছে। আসুন তাহলে ওকিটেল-এর এই নতুন ট্যাবলেটটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Oukitel RT6-এর স্পেসিফিকেশন এবং মূল্য
ওকিটেল আরটি৬-কে এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাগেড অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসাবে বাজারজাত করা হয়েছে। এতে ১০.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ১৪.৪:৯ অ্যাসপেক্ট রেশিও, ১,২০০ x ১,৯২০ পিক্সেলের ডিসপ্লে রেজোলিউশন এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক এমটি৮৭৮৮ চিপসেট দ্বারা চালিত, যা হল হেলিও পি৬০-এর রিফ্রেশড ভার্সন। আরটি৬-এ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। সেইসাথে এতে এক্সটেন্ডেড র্যাম সাপোর্টও মিলবে।
কোম্পানি ওকিটেল আরটি৬-এর সাহায্যে বর্ধিত সময়ের জন্য আউটডোর প্রোডাক্টিভিটির প্রতিশ্রুতি দিচ্ছে। এই রাগেড ট্যাবলেটটি আইপি৬৮/ আইপি৬৯কে/ এমআইএল-এসটিডি-৮১০ স্ট্যান্ডার্ডের সাথে এসেছে। ভিডিও দেখা বা গেম খেলার সময়ও এর ২০,০০০ এমএএইচ ক্যাপাসিটির বৃহৎ ব্যাটারিটি দীর্ঘ প্লেব্যাক টাইম অফার করে। ডিভাইসটিকে ৩৩ ওয়াট গতিতে রিচার্জ করার জন্য এটিতে একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে। আবার, ওকিটেল আরটি৬-কে ইউএসবি-সি কেবলের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও, Oukitel RT6-এ একটি উদ্ভাবনী এবং হেভি-ডিউটি রিয়ার প্যানেল কিকস্ট্যান্ড রয়েছে। এটিকে একটি হ্যান্ডেল হিসাবে বা একটি হ্যান্ড স্ট্র্যাপ/ ক্যারিং স্ট্র্যাপ হিসাবে ব্যবহার করা যেতে পারে। Oukitel RT6-এ ডুয়েল-সিম ৪জি/এলটিই আর্কিটেকচার অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওকিটেল তাদের এই ট্যাবলেটটি থেকে মাইক্রোএসডি স্লটটি বাদ দিয়েছে।
Oukitel RT6-এর মূল্য ও লভ্যতা
ই-কমার্স প্ল্যাটফর্ম, অ্যালিএক্সপ্রেসে Oukitel RT6 ট্যাবলেটটি ২৫২.৪৬ ডলার (প্রায় ২০,৭০০ টাকা) মূল্যের সাথে তালিকাভুক্ত হয়েছে। ক্রেতারা কুপনের মাধ্যমে দামের ওপর অতিরিক্ত ডিসকাউন্টও পাবেন। RT6-এর দীর্ঘ ব্যাটারি লাইফ এবং বহুমুখিতা এর চাহিদা বাড়িয়ে তুলতে পারে।