আগামী সপ্তাহে আসছে Poco Pad 5G Tablet, বড় স্ক্রিনের সাথে থাকবে 10000mAh ব্যাটারি, জানুন দাম

ভারতে Poco Pad 5G এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলবে OnePlus Pad Go এবং Redmi Pad Pro 5G এর। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ও ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

By :  ANKITA
Update: 2024-08-16 11:26 GMT

পোকো তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G ভারতে নিয়ে আসছে। গত মাসেই পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু ট্যান্ডন জানিয়েছিলেন, আগস্টে দেশে প্রথম পোকো ট্যাবলেট পা রাখবে। সেইমতো এখন পোকো নিশ্চিত করেছে যে, আগামী ২৩ আগস্ট Poco Pad 5G ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টের মাধ্যমে এই ট্যাবলেট পাওয়া যাবে।

Poco Pad 5G এর পাশাপাশি, সংস্থাটি ওইদিন অ্যাকসেসরিজ – কীবোর্ড কভার এবং স্টাইলাসও লঞ্চ করবে বলে জানিয়েছে। ভারতে Poco Pad 5G এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলবে OnePlus Pad Go এবং Redmi Pad Pro 5G এর। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ও ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Poco Pad 5G এর স্পেসিফিকেশন

পোকো প্যাড ৫জি ইতিমধ্যেই বিশ্ব বাজারে উপলব্ধ। আশা করা যায় গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন সহ এটি ভারতে লঞ্চ হবে। এই ট্যাবের গ্লোবাল ভ্যারিয়েন্টে ১৬০০x২৫৬০ পিক্সেল রেজোলিউশনের ১২.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮ বিলিয়ন কালার, ডলবি ভিশন সাপোর্ট এবং ৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এই ট্যাবলেট সেলুলার সাপোর্ট করে এবং এতে মেমরি কার্ডের জন্য একটি ডেডিকেটেড স্লটও উপস্থিত। পোকো প্যাড ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলবে।

মিটিং এবং ভিডিও কলের জন্য, এই ট্যাবলেটে ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার রয়েছে। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। Poco Pad 5G ট্যাবে ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Poco Pad 5G এর দাম কত রাখা হবে?

ভারতে পোকো প্যাড ৫জি ট্যাবের দাম ২৫,০০০ টাকার কম রাখা হবে বলে আশা করা হচ্ছে। পোকো প্যাড ফ্লিপকার্ট থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে এর সঠিক দাম ২৩ আগস্ট জানা যাবে।

Tags:    

Similar News