বাজেটের মধ্যে ১৬ জিবি র‌্যামের ট্যাব, Realme Pad 2 Lite দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হল

By :  PUJA
Update: 2024-09-13 11:51 GMT

Realme ভারতে তাদের নতুন ট্যাবলেট ভারতে লঞ্চ করল, যার‌ নাম Realme Pad 2 Lite। Realme P2 Pro 5G স্মার্টফোনের পাশাপাশি এই ট্যাবকে আজ এদেশে আনা হয়েছে। ট্যাবলেটটির বেস মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আর Realme Pad 2 Lite এর ফিচার কথা বললে, এতে পাওয়া যাবে ৮,৩০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেম, ডায়নামিক র‌্যাম সাপোর্ট ও ২কে সুপার ডিসপ্লে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme Pad 2 Lite এর ভারতে দাম

রিয়েলমি প্যাড ২ লাইট এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এটি ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যদিও রিয়েলমি প্যাড ২ লাইট এর সেলের তারিখ জানা যায়নি।

আরও পড়ুন : Infinix XPAD: খুব সস্তায় ইনফিনিক্সের প্রথম ট্যাব লঞ্চ হল, দাম কম হলেও ফিচার্স অনেক

Realme Pad 2 Lite এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি প্যাড ২ লাইট এর সামনে দেখা যাবে ১০.৯৫ ইঞ্চি ২কে সুপার ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ৮৫.২ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। আর পারফরম্যান্সের জন্য এতে এআরএম মালি জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটটি ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর এতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

আরও পড়ুন : Android Smartphone: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল সরকারের সাইবার সিকিউরিটি টিম

সফটওয়্যারের কথা বললে, Realme Pad 2 Lite অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলবে। আর সাউন্ডের জন্য কোয়াড স্টেরিও স্পিকার। ফটোগ্রাফির জন্য এর পিছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Realme Pad 2 Lite ট্যাব রিভার্স চার্জিং অফার করে।

Tags:    

Similar News