Xiaomi চুপি চুপি দাম কমালো Redmi Pad এর, 4500 টাকা পর্যন্ত সস্তায় কিনুন

By :  techgup
Update: 2024-02-24 07:52 GMT

আপনি যদি বাজেট স্মার্টফোনের দামে একটি ভাল ট্যাবলেট কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ Redmi তাদের সস্তা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের দাম আরও কমিয়ে দিয়েছে। ২০২২ সালের অক্টোবরে ভারতে সাশ্রয়ী মূল্যে লঞ্চ হয়েছিল Redmi Pad Android ট্যাবলেট। তবে এখন এটি আরও কম দামে পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি, Redmi Pad তিনটি ভ্যারিয়েন্টে আসে এবং এতে 2K LCD স্ক্রিন এবং MediaTek চিপসেট আছে। 
 
Redmi Pad Android ট্যাবলেটের দাম কমলো 

রেডমি প্যাড তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় - ৩ জিবি + ৬৪ জিবি, ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি, যার দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।

তবে এখন ট্যাবলেটটির ৩ জিবি ভ্যারিয়েন্টের দাম ২,০০০ টাকা কমিয়ে ১২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩,০০০ টাকা কমানো হয়েছে এবং এটি ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার ৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩,০০০ টাকা কমানোয় ১৬,৯৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। রেডমি প্যাড গ্রাফাইট গ্রে, মুনলাইট সিলভার এবং মিন্ট গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। জানিয়ে রাখি, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাবটি কিনলে আরও ১,৫০০ টাকা ছাড় মিলবে।

Redmi Pad এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Pad ট্যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১০.৬১-ইঞ্চি 2K ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। আর ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে চলা, রেডমি প্যাড ট্যাবে ৮,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News