রেডমি প্রথমবার MIUI 13+ সহ বাজারে আনছে Redmi Pad, আর কি কি চমক থাকছে দেখে নিন

Update: 2022-09-28 18:21 GMT

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় বাজেট সাব-ব্র্যান্ড রেডমি তাদের প্রথম ট্যাবলেটটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি আগামী ৪ অক্টোবর আয়োজিত লঞ্চ ইভেন্টে Redmi Pad নামে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আপকামিং ট্যাবলেট সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। আর আজ, এই ডিভাইসটিকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-এর সাইটেও দেখা গেছে। আসন্ন Redmi Pad সম্পর্কে সার্টিফিকেশন সাইট থেকে কি কি তথ্য উঠে এল, চলুন জেনে নেওয়া যাক।

Redmi Pad-কে দেখা গেল Bluetooth SIG সাইটে

22081283G (গ্লোবাল ভ্যারিয়েন্ট) মডেল নম্বর সহ নতুন রেডমি প্যাডটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। সাইটের তালিকা অনুযায়ী, ট্যাবলেটটি ব্লুটুথ ৫.৩ সংযোগের সাথে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, তালিকাটি প্রকাশ করেছে যে, ট্যাবলেটটি এমআইইউআই ১৩+ (MIUI 13+) ইউজার ইন্টারফেসে রান করবে। আর এই ধরনের সফ্টওয়্যারটির সম্পর্কে এই প্রথম জানা গেল।

জানিয়ে রাখি, Xiaomi Pad 5 লাইনআপটি এমআইইউআই প্যাড (MIUI Pad) কাস্টম স্কিনে রান করে। সংস্করণটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13)। অন্যদিকে, শাওমি চীনে এমআইইউআই+ (MIUI+) নামে একটি ফিচার অফার করে, যা ওপ্পো (Oppo)-এর পিসি কানেক্ট (PC Connect)-এর মতো। তাই এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, রেডমি প্যাডের ক্ষেত্রে, এমআইইউআই ১৩+ (MIUI 13+)-এর অর্থ কি।

প্রসঙ্গত লিক অনুসারে, Redmi Pad-এ ১০.৬১ ইঞ্চির ডাব্লিউইউএক্সজিএ+ (২,০০০ x ১,২০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০ বিট কালার অফার করবে। এটি এলপিডিডি৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে অটোফোকাস সহ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনে ১০৫° ফিল্ড অফ ভিউ সহ আরেকটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। ৭ মিলিমিটার পুরু এই রেডমি ট্যাবলেটে ডলবি অ্যাটমোস-সার্টিফায়েড কোয়াড স্পিকার অন্তর্ভুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Pad-এ ২২.৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৮,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। ট্যাবটির ওজন হবে ৪৪৫ গ্রাম এবং এটি গ্রাফাইট গ্রে, মুনলাইট সিলভার ও মিন্ট গ্রিন-এর মতো কালার অপশনে পাওয়া যাবে। ইউরোপের বাজারে এটির দাম প্রায় ২৫০ ইউরো (প্রায় ১৯,৮৫০ টাকা) থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News