Redmi Pad এবার গ্লোবাল মার্কেটে আসার পালা, ফাঁস হল দাম সহ নতুন তথ্য
ওপ্পো (Oppo) বা ভিভো (Vivo)-এর মতো শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সংস্থাগুলি স্মার্টফোন নির্মাণের পাশাপাশি সম্প্রতি ট্যাবলেটের বাজারেও প্রবেশ করেছে। আর সেই রাস্তা ধরেই এবার শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি (Redmi)-ও তাদের প্রথম ট্যাবলেটটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা শীঘ্রই হোম মার্কেট চীনে Redmi Pad নামে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। তবে এখন একটি একটি নতুন রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে, এটি চীনের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও উন্মোচিত হবে। এছাড়া, রিপোর্টটিতে Redmi Pad-এর গ্লোবাল সংস্করণের স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং মূল্য প্রকাশ করা হয়েছে।
Redmi Pad দেশীয় মার্কেটের পাশপাশি লঞ্চ হবে গ্লোবাল মার্কেটেও
প্রাইসবাবা (Pricebaba)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রেডমি প্যাড দুটি মেমরি কনফিগারেশনে ইউরোপের বাজারে উপলব্ধ হবে। এগুলি হল- ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। উভয় মডেলের দাম ২৫০ ইউরো থেকে ৩৫০ ইউরো (প্রায় ২০,২১৫ টাকা - ২৮,৩০০ টাকা)-এর মধ্যে থাকতে পারে। এটি শুধুমাত্র গ্রে কালার অপশনে মিলবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে, রেডমি প্যাড ৪জি এবং ৫জি দুই ভ্যারিয়েন্টেই উপলব্ধ হবে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে, রেডমি প্যাডের একটি রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যা ট্যাবলেটটির ডিজাইন সম্পর্কে আভাস দিয়েছে। এটি একটি মেটাল বডির সাথে আসবে বলে জানা গেছে, যার প্রান্ত বরাবর এর পাওয়ার বাটন এবং ভলিউম রকারটি অবস্থান করবে। অনুমান করা হচ্ছে যে, আসন্ন রেডমি প্যাডের মডেল নম্বর 22081281AC, যা গত মাসে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (CCC) কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত হয়েছিল।
রেডমি প্যাড-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Redmi Pad Expected Specifications
পূর্ববর্তী রিপোর্ট ও সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Redmi Pad-এ ১১.২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ২কে (2K) রেজোলিউশন অফার করবে। এটি নতুন MediaTek MT8781 চিপসেট দ্বারা চালিত হবে, যেটি অনেকটা মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের মতো হবে বলে মনে করা হচ্ছে। রেডমির এই নতুন ট্যাবটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই প্যাড ১৩ (MIUI Pad 13) কাস্টম স্কিনে রান করবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ ছাড়াই একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Pad-এ ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে।