Redmi Pad এই পুজোতেই বাজারে আসছে, 2K ডিসপ্লের সাথে থাকবে 7800mAh ব্যাটারি
বিগত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে যে, শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় বাজেট সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) তাদের প্রথম ট্যাবলেটটি বাজারের লঞ্চ করার পরিকল্পনা করছে। এমনকি সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে আসন্ন Redmi Pad-এর সম্পর্কে বিভিন্ন তথ্যও প্রকাশ করা হয়েছে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার ভারতীয় বাজারে রেডমির এই নতুন ট্যাবলেটের সম্ভাব্য লঞ্চের টাইমলাইনটি প্রকাশ করেছেন। টিপস্টারের দাবি, Redmi Pad আগামী মাসেই এদেশের বাজারে পা রাখতে পারে। চলুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Redmi Pad ভারতে আসছে অক্টোবরেই
টিপস্টার মুকুল শর্মা (@stufflistings) টুইটারে দাবি করেছেন যে, রেডমি আগামী মাসের প্রথম দিকেই তাদের নতুন ট্যাবলেটটি লঞ্চ করার পরিকল্পনা করছে। অর্থাৎ, আসন্ন রেডমি প্যাডটি ভারতের বাজারে এবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে, এটি একটি বাজেট রেঞ্জের ট্যাবলেট হিসেবে বাজারে আসছে। তবে তিনি টুইটে ডিভাইসটি সম্পর্কিত অন্য কোনও বিবরণ শেয়ার করেননি।
যদিও, এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি ১১ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে রেডমি প্যাড লঞ্চ করার পরিকল্পনা করছে, যা ২কে (2K) রেজোলিউশন অফার করতে পারে। ডিভাইসটি MT8781 মডেল নম্বর যুক্ত একটি নতুন মিডিয়াটেক চিপ দ্বারা চালিত হবে, যা হেলিও জি৯৯ চিপসেটটির মতো পারফরম্যান্স প্রদান করতে পারে।
এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Pad বড় ৭,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ডিভাইসটি ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ- এই দুটি মেমরি কনফিগারেশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Redmi Pad অ্যান্ড্রয়েড ১২ ওএস ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। সবশেষে, ট্যাবটি গ্রাফাইট গ্রে, মুনলাইট সিলভার এবং মিন্ট গ্রিন-এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে।