Samsung-এর নয়া চমক সুপার-বাজেট ট্যাবলেট, দেখুন কী কী ফিচার্স থাকছে

Update: 2023-09-15 14:47 GMT

স্যামসাং গত জুলাই মাসে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেট লঞ্চ করেছিল। বর্তমানে দক্ষিণ কোরিয়া Samsung Galaxy Tab A9 Plusর কোম্পানিটি এই ট্যাবগুলির Fan Edition/FE মডেল বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। আবার, কোম্পানিটি সাশ্রয়ী মূল্যের Galaxy Tab A9 ট্যাবলেট লাইনআপের ওপর কাজ করছে বলেও শোনা যাচ্ছে। তবে কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন, Samsung Galaxy Tab A9+ মডেলটিকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এখনও পর্যন্ত এই ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab A9+ লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস ট্যাবলেটটিকে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সহ একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আর এবার আসন্ন এই ট্যাবলেট মডেলটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশনে উপস্থিত হয়েছে। যা প্রকাশ করেছে যে, ডিভাইসটি SM-216B মডেল নম্বর বহন করে। তবে, ডেটাবেস থেকে নাম এবং মডেল নম্বর ছাড়া অন্য কোনও বিশদ বিবরণ জানা যায়নি। যদিও এটি ইঙ্গিত দেয় যে, ট্যাবলেটটি থাইল্যান্ড সহ গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই পা রাখতে চলেছে।

Samsung Galaxy Tab A9+ স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

কয়েকটি রিপোর্ট থেকে ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যা ৪ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে রান করবে।ট্যাবটিতে বিশাল ৭,০৪০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, সম্প্রতি স্ট্যান্ডার্ড Galaxy Tab A9 ট্যাবলেটটিকেও টিডিআরএ (TDRA) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। বেস মডেলটিতে MediaTek Helio G99 প্রসেসর ব্যবহৃত হবে মনে করা হচ্ছে এবং এটি সম্ভবত ছোট ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

Tags:    

Similar News