Samsung-এর নতুন চমক Galaxy Tab A9, লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই
স্যামসাং (Samsung) গত জুলাই মাসে তাদের ফ্ল্যাগশিপ Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেটগুলি ওপর থেকে পর্দা সরিয়েছে। আর বর্তমানে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি Galaxy Tab A9 লাইনআপের ট্যাবগুলি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে এবং বিভিন্ন সূত্র মারফৎ সামনে আসা তথ্য অনুসারে, সিরিজটি শীঘ্রই বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে। ট্যাবলেটগুলি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG), সেফটি করিয়া (Safety Korea) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS India)-এর মতো সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে৷ আর এখন, Galaxy Tab A9-এর 'WiFi-only' সংস্করণটি টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। আসুন এই লিস্টিং থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Tab A9-এর WiFi-only ভ্যারিয়েন্ট পেল TDRA সার্টিফিকেশন
SM-X110 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯-এর ওয়াইফাই ওনলি মডেলটি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে, গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস ভ্যারিয়েন্টটিও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের মডেলগুলির সাথে টিডিআরএ-এর অনুমোদন লাভ করেছে। যদিও, তালিকাটি গ্যালাক্সি ট্যাব এ৯-এর স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে এটি অবশ্যই ট্যাবলেটটির আসন্ন লঞ্চ এবং ওয়াইফাই ওনলি ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত করেছে।
তবে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ ইতিমধ্যেই কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন সূত্র থেকেও ডিভাইসটির সম্পর্কে কিছু আকষর্ণীয় তথ্যও সামনে এসেছে। শোনা যাচ্ছে, ট্যাব এ৯ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাথে আসবে, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।
এছাড়াও, Samsung Galaxy Tab A9-এ ৪ জিবি র্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) সফ্টওয়্যার স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ট্যাবলেটটির দৈর্ঘ্য ২১০.৭ মিলিমিটার এবং প্রস্থ ১২৪.৭ মিলিমিটার হতে পারে। সংযোগের ক্ষেত্রে, Galaxy Tab A9-এ একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, এলটিই/ওয়াইফাই, জিপিএস এবং ব্লুটুথ সাপোর্ট মিলবে। উল্লেখ্য, Galaxy Tab A9 হবে Galaxy Tab A8-এর উত্তরসূরি যা ২০২১ সালের ডিসেম্বরে লঞ্চ করা হয়েছিল।