'কোয়ালকমের মোহ' ত্যাগ করে সাত বছর পর ফ্ল্যাগশিপে ডাইমেনসিটি প্রসেসর, স্ট্রাটেজি কি বদলাচ্ছে Samsung

By :  SHUVRO
Update: 2024-07-21 12:32 GMT

অ্যান্ড্রয়েড স্মার্টফোন যখন বাজার জাঁকিয়ে বসতে শুরু করেছে, তখন থেকেই স্যামসাং ও কোয়ালকমের মধ্যে মধুর সম্পর্কের সূত্রপাত। স্যামসাং বরাবরই তাদের হাই-এন্ড ডিভাইস অর্থাৎ দামী ফোন এবং ট্যাবলেটে স্ন্যাপড্রাগন পরিবারের চিপসেটকে অগ্রাধিকার দিয়ে এসেছে। কিন্তু এই জগতে কোনও কিছুই চিরস্থায়ী নয়। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির পরবর্তী পদক্ষেপে সেই প্রবাদের প্রতিফলন ঘটতে চলেছে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজের প্রতিটি মডেলে মিডিয়াটেক প্রসেসর ব্যবহারের পথে হাঁটবে স্যামসাং।

জল্পনা সত্যি হলে, বিগত সাত বছরে এই প্রথম স্যামসাং কোম্পানির ফ্ল্যাগশিপ ট্যাবলেটে কোয়ালকমের তৈরি প্রসেসর অনুপস্থিত থাকবে। একে খুব সাহসী সিদ্ধান্ত বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্রেফ গ্যালাক্সি ট্যাব এস১০ মডেলটি মিডিয়াটেক প্রসেসর নিয়ে আসবে, কয়েকদিন আগে বিভিন্ন প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছিল। কিন্তু এখন জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্সের এক্স পোস্ট থেকে জানা গিয়েছে, গোটা গ্যালাক্সি ট্যাব এস১০ লাইনআপে ডাইমেনসিটি ৯৩০০+ প্রসেসর থাকবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজে মিডিয়াটেক প্রসেসর কেন?

গত ক'বছর ধরে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসরের দাম উর্দ্ধমুখী। কোভিডের সময় সাপ্লাই চেইনে ধাক্কা ও পরবর্তী সময়ে চিপে নানা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদন খরচ বাড়িয়েছে। যে কারণে স্মার্টফোন তৈরি করতে গিয়ে নির্মাতাদের বেশি ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। পূর্বে হাই-এন্ড প্রসেসর মার্কেটে কোয়ালকম একাই দাপিয়ে বেড়াতো। নির্মাতাদের হাতে অন্য বিকল্প থাকত না। কিন্তু সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব উত্থান ঘটেছে মিডিয়াটেকের।

কোয়ালকমের ছায়া থেকে বেরিয়ে এসে লো-বাজেট বা প্রিমিয়াম - সব ধরনের ডিভাইসে বিচরণ করছে তারা। মিডিয়াটেক প্রসেসরের পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি নিয়ে অভিযোগ কমে এসেছে। এমনকি, গত বছর অ্যাপল এবং কোয়ালকমকে পিছনে ফেলে চিপ সরবরাহে শীর্ষস্থান দখল করেছে তাইওয়ানের এই সংস্থা। সবথেকে বড় কথা হল, প্রতিযোগীদের তুলনায় কম দামে প্রসেসর বিক্রি করে মিডিয়াটেক।

ডাইমেনসিটি ৯৩০০+ নির্বাচনের মাধ্যমে স্ন্যাপড্রাগনের পরিবর্তে আরও কম খরচে প্রায় সমক্ষমতার হাই-এন্ড প্রসেসর পাচ্ছে স্যামসাং। যে কারণে গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজের দাম কিছুটা কম রাখা সম্ভব হবে। যার ফায়দা তুলবে গ্রাহকরা। ইতিহাস বলে, কুলীন পরিচয় বজায় রাখতেই প্রিমিয়াম প্রোডাক্টে মিডিয়াটেকের চিপ ব্যবহার থেকে বিরত থেকেছে স্যামসাং। কিন্তু কে ভেবেছিল, এই বছরেই সেই ইতিহাস নতুন করে লেখা হবে!

প্রশ্ন আসতেই পারে, 'গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজে ডাইমেনসিটি ৯৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ নয় কেন? কারণ দু'টোই ফ্ল্যাগশিপ প্রসেসর ও এই বছর লঞ্চ হবে।' সেক্ষেত্রে জানিয়ে রাখি,মিডিয়াটেক ও কোয়ালকম তাদের নেক্সট জেনারেশন চিপসেট লঞ্চ করার আগেই স্যামসাংয়ের নতুন ট্যাবলেট সিরিজটি বাজারে চলে আসতে পারে।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ কতটা শক্তিশালী

ডাইমেনসিটি ৯৩০০+ একটি ৪ ন্যানোমিটার দৈর্ঘ্যের প্রসেসর, যা আটটি হাই-পারফরম্যান্স সিপিইউ কোর ও খুব শক্তিশালী জিপিইউ নিয়ে গঠিত। এতে ৩.৪ গিগাহার্টজের একটি কর্টেক্স এক্স৪ কোর, তিনটি ২.৮৫ গিগাহার্টজের কর্টেক্স এক্স৪ কোর, ও ২ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স এ৭২০ কোর রয়েছে।

এটির আর্ম ইমর্টালিস জি৭২০ এমসি১২ জিপিইউ হাই ডাইনামিক রেঞ্জে গেমিং সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ৪কে স্ক্রিন চালাতে সক্ষম। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যে, এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটের জিপিইউ-এর থেকেও পাওয়ারফুল। আনটুটু বেঞ্চমার্ক টেস্টে প্রসেসরটি ২.৩ মিলিয়ন স্কোর করে স্ন্যাপড্রাগন জেন ২ পরিচালিত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রাকে পিছনে ফেলেছে। ভিভো এক্স১০০এস ও আইকিউ প্যাড ২ প্রো সহ একাধিক ডিভাইসে ডাইমেনসিটি ৯৩০০+ প্রসেসর বর্তমান।

Tags:    

Similar News