ঠিকই শুনছেন! 11,500mah ব্যাটারির সঙ্গে দুর্ধর্ষ ট্যাব আনছে Vivo, থাকবে 80W ফাস্ট চার্জিং সাপোর্টও

Update: 2024-03-07 12:00 GMT

ভিভো স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটের মার্কেটেও যথেষ্ট সমাদৃত ব্র্যান্ড। বর্তমানে সংস্থাটি Vivo Pad 3 সিরিজের ফ্ল্যাগশিপ ট্যাবলেটগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। স্ট্যান্ডার্ড মডেলটিতে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট থাকবে বলে জানা গেছে। অন্যদিকে, Vivo Pad 3 Pro হতে পারে বিশ্বের প্রথম ট্যাব, যা Dimensity 9300 চিপসেটে চলবে। যেহেতু স্ট্যান্ডার্ড মডেলের চিপসেটটি এখনও লঞ্চ করা হয়নি, তাই অনুমান করা হচ্ছে যে এটি কিছুদিন পর আত্মপ্রকাশ করবে। তবে, প্রো ভ্যারিয়েন্টটি চীনে মার্চের শেষ সপ্তাহে Vivo X Fold 3 সিরিজের ফোল্ডেবল ফোনের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে, ট্যাবটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছিল। আর আজ Vivo Pad 3 Pro-এর ব্যাটারি ক্যাপাসিটি সহ নানা তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে।

Vivo Pad 3 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার নতুন একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, ভিভো প্যাড ৩ প্রো-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ১১,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ডিভাইসটির সামনে একটি ১২.৯৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে, যা ৩কে রেজোলিউশন (৩,০৯৬ x ২,০৬৪ পিক্সেল) এবং ১৪৪ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷

মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০-চালিত এই ট্যাবলেটটি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে। সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অরিজিন ওএস (OriginOS) কাস্টম স্কিনে রান করবে। ট্যাব নির্ভর এই নতুন ওএস অন্যান্য ভিভো ডিভাইসগুলির সাথে একটি নিরবচ্ছিন্ন সংযোগের অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, ট্যাবটি মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট করবে এবং কল-মেসেজ গ্রহণ করতে সক্ষম হবে। ফটোগ্রাফির জন্য, Vivo Pad 3 Pro-এর পিছনের প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। আর ট্যাবলেটটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করতে পারে।

Tags:    

Similar News