প্রতীক্ষার অবসান! Vivo X Fold 2, Vivo X Flip, ও Vivo Pad 2 এই তারিখে লঞ্চ হচ্ছে

By :  SUMAN
Update: 2023-04-11 14:02 GMT

জনপ্রিয় ব্র্যান্ড Vivo অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের তিনটি বহুল প্রতীক্ষিত ডিভাইস - Vivo X Fold 2, Vivo X Flip এবং Vivo Pad 2 -এর লঞ্চের তারিখ নিশ্চিত করল৷ সংস্থাটি আজ (১১ই এপ্রিল) তাদের আধিকারিক উইবো (Weibo) হ্যান্ডেলে জানিয়েছে যে আলোচ্য ডিভাইস-ত্রয়ীকে আগামী ২০ই এপ্রিল চীনের বাজারে উন্মোচন করা হবে৷

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, আসন্ন Vivo X Fold 2 স্মার্টফোনটি সংস্থার তৃতীয় ফোল্ডেবল ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করবে। এর পূর্বে ব্র্যান্ডটি - Vivo X Fold এবং X Fold+ নামের দুটি ফোল্ডেবল ডিভাইস নিয়ে এসেছিল।

এদিকে Vivo X Flip হবে সংস্থার প্রথম 'ফ্লিপ' স্টাইলের স্মার্টফোন। আর Vivo Pad 2 ট্যাবলেটটি গত বছর আগত Vivo Pad মডেলের উত্তরসূরি হিসেবে আসবে বলে জানা গেছে। চলুন আপকামিং ডিভাইস তিনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo X Fold 2-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো এক্স ফোল্ড ২ স্মার্টফোনের স্পেসিফিকেশনের সম্পর্কে বললে, এই হ্যান্ডসেটে ৮.০৩-ইঞ্চির Samsung E6 AMOLED প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে ২১৬০x১৯১৬ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে, এই ডিভাইসের সেকেন্ডারি ডিসপ্লের পরিমাপ ৬.৫৩-ইঞ্চি হতে পারে এবং এটি সম্ভবত ২৫২০x১০৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। নিরাপত্তার জন্য আলোচ্য ফোনের ভিতরের এবং বাইরের স্ক্রিনে আল্ট্রা-সনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকবে।

পারফরম্যান্সের জন্য এই 'ফোল্ড' স্টাইলের স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে আসতে পারে। এতে ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, এই হ্যান্ডসেটে OIS সমর্থন সহ ৫০-মেগাপিক্সেল Sony IMX866 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold 2 স্মার্টফোনে ৪৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে।

Vivo X Flip-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফিচার হিসাবে ভিভো এক্স ফ্লিপ স্মার্টফোনে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, আলোচ্য হ্যান্ডসেটটি OIS প্রযুক্তি সমর্থিত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করতে পারে। এছাড়া এই ভাঁজযোগ্য ডিভাইসটিতে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo Pad 2-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো প্যাড ২ ট্যাবলেটে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২.৮কে রেজোলিউশনের ১২.১-ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য উক্ত ট্যাবলেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর সহ আসতে পারে। আবার সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভিভোর এই লেটেস্ট ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ / ২৫৬ / ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে। তদুপরি ভিভো প্যাড ২ ট্যাবলেটে ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করবে। এছাড়া জানা যাচ্ছে এটি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টের সাথে আত্মপ্রকাশ করবে, যথা - ব্লু, গ্রে এবং পার্পেল।

প্রসঙ্গত আপকামিং Vivo X Fold 2, Vivo X Flip এবং Vivo Pad 2 তিনটি ডিভাইসের সফ্টওয়্যার ফ্রন্ট অনুরূপ হবে। অর্থাৎ উল্লেখিত দুটি ফোল্ডেবল স্মার্টফোন এবং ট্যাবলেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওশান কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত হবে।

Tags:    

Similar News