Xiaomi Pad 6 সিরিজের স্পেকস প্রকাশ্যে এল, ডিসপ্লে ফিচার, প্রসেসরের নাম জেনে নিন
শাওমি (Xiaomi) বর্তমানে তাদের নতুন ট্যাবলেট মডেলের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। Xiaomi Pad 6 সিরিজের অধীনে আসা নতুন ট্যাবগুলি এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। Xiaomi Pad 6 এবং Pad 6 Pro-এর কোডনেম এবং মডেল নম্বরগুলি গত মাসে এআইইউআই (MIUI) কোডগুলিতে দেখা গিয়েছিল। এই নয়া ট্যাবলেটগুলি ইউরোপীয় এবং ইউরেশীয় অঞ্চলে অভ্যন্তরীণ পরীক্ষায় প্রবেশ করেছে বলে জানা গেছে। আর এখন, Xiaomi Pad 6 সিরিজের মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে।
প্রকাশ্যে এল Xiaomi Pad 6 সিরিজের প্রধান স্পেসিফিকেশনগুলি
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, নতুন শাওমি প্যাড ৬ এবং প্যাড ৬ প্রো-তে ২,৮৮০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ১১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। উভয় ডিভাইসই ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করবে এবং এইচডিআর১০+ ও ডলবি ভিশন সাপোর্ট করবে। তবে, এই ট্যাবগুলির ডিসপ্লে প্যানেলটি এলসিডি হবে নাকি অ্যামোলেড, সে সম্পর্কে কিছু খোলসা করা হয়নি। তবে এর আগে জানা গিয়েছিল যে, প্রো মডেলটি অ্যামোলেড প্যানেলের সাথে আসবে।
উন্নত পারফরম্যান্সের জন্য, শাওমি প্যাড ৬ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে, যেখানে প্যাড ৬ প্রো স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের সাথে আসবে। উভয় মডেলেই সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটগুলিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারির ব্যবহার করা হবে। ডিজিট্যাল চ্যাট স্টেশন আরও যোগ করেছেন যে, শাওমি প্যাড ৬ সিরিজ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে যা গত বছরের প্যাড ৫ লাইনআপে উপলব্ধ ছিল না।
এছাড়া, আগের কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, Xiaomi Pad 6 Pro একটি কোয়াড-স্পিকার সিস্টেম, এনএফসি এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। এটি শাওমি স্টাইলাস এবং কীবোর্ড সাপোর্ট করবে। আগামী দিনে Xiaomi Pad 6 সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।