Xiaomi-র সবচেয়ে পাওয়ারফুল ট্যাব বাজারে আসছে, ফিচার অবাক করার মতোনই

Update: 2022-12-21 14:12 GMT

গত বছর অগাস্ট মাসে শাওমি চীনের মার্কেটে তাদের Xiaomi Pad 5 সিরিজের ট্যাবলেটগুলি লঞ্চ করেছিল, যেগুলি পরে বিশ্বের একাধিক বাজারে আত্মপ্রকাশ করেছে। এই লাইনআপে Xiaomi Pad 5, Xiaomi Pad 5 Pro, এবং Xiaomi Pad 5 Pro 12.4 নামে তিনটি মডেল এসেছিল। লঞ্চের এক বছরেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু শাওমি এখনও এর উত্তরসূরি মডেলগুলি বাজারে আনেনি। তবে বর্তমানে শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি পরবর্তী প্রজন্মের Xiaomi Pad 6 সিরিজের ট্যাবলেটগুলির ওপর কাজ করছে। তবে ইতিমধ্যেই সিরিজটির স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। আর এখন, একটি নতুন রিপোর্টে দুটি আসন্ন শাওমি ট্যাবলেটের কোডনেম সহ তাদের মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। আসুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Xiaomi Pad 6 সিরিজের দুই মডেলের কোডনেম এবং প্রধান স্পেসিফিকেশন

এমআইইউআই (MIUI) কোডে পিপা (Pipa) লিউকিন (Liuqin) কোডনেম সহ দুটি আসন্ন ট্যাবলেট খুঁজে পেয়েছে৷ যা পিপা এবং লিউকিন নামের এই দুটি ট্যাব যথাক্রমে, শাওমি প্যাড ৬ এবং শাওমি প্যাড ৬ প্রো হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে বলে দাবি করা হয়েছে। শাওমি প্যাড ৬ সিরিজের ট্যাবলেটগুলি আগামী বছরের প্রথমার্ধে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ তবে, প্যাড ৬ প্রো ভ্যারিয়েন্টটি একমাত্র চীনের বাজারেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে৷ রিপোর্টে এই আসন্ন ট্যাবলেটগুলির স্পেসিফিকেশনগুলিও শেয়ার করা হয়েছে, আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi Pad 6 (Pipa)-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমিইউআই-এর রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড শাওমি প্যাড ৬ ট্যাবলেটটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি একই চিপসেট যা বর্তমানে শাওমি প্যাড ৫ প্রো-এর পাশাপাশি ওপ্পো প্যাড, ভিভো প্যাড এবং লেনোভো লিজিয়ন ট্যাব ওয়াই৭০০-এ ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্বসূরি Xiaomi Pad 5-এর তুলনায়, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ একটি বড় আপগ্রেড হবে। জানিয়ে রাখি, Pad 5-এ স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরটি রয়েছে। নতুন মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে বলেও আশা করা হচ্ছে।

Xiaomi Pad 6 Pro (Liuqin)-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শোনা যাচ্ছে, Xiaomi Pad 6 Pro-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি হল ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকমের একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেট। এই চিপসেটের অন্তর্ভুক্তির অর্থ হল শাওমির এই ট্যাবটি বাজারে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলির মধ্যে একটি হবে এবং চিপসেটের চমৎকার জিপিইউ পারফরম্যান্সের কারণে গেমারদের কাছে এটি বেশ জনপ্রিয় হবে বলেও আশা করা যায়।

আরও দাবি করা হয়েছে যে, ডিভাইসটিতে ১,৮৮০ × ২,৮৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ একটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। যদিও এখনও পর্যন্ত, এই দুই নয়া শাওমি ট্যাবলেট সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে, আশা করা যায় যে ২০২৩ সালে প্রবেশ করার সাথে সাথে Xiaomi Pad 6 সিরিজ সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ্যে আসবে।

Tags:    

Similar News