TFT স্ক্রিন থেকে ব্লুটুথ, 125cc বাইকের ধারণা পাল্টে 2022 TVS Raider দুর্ধর্ষ ফিচার্স নিয়ে লঞ্চ হল

By :  SUMAN
Update: 2022-10-20 06:23 GMT

স্টাইলিশ ও ফিচারে ভরপুর TVS Raider-এর প্রিমিয়াম ভার্সন লঞ্চ হল। টিভিএস (TVS)-এর মেটাভার্স প্ল্যাটফর্মে এটির আনুষ্ঠানিক লঞ্চ হয়েছে। রেডারের টপ-এন্ড ভ্যারিয়েন্টটির দাম ৯৯,৯৯০ টাকা রাখা হয়েছে। এর বাজার চলতি মডেলটি এমনিতেই প্রচুর ফিচারে ঠাসা। আর প্রিমিয়াম ভার্সনে আরও বেশি ফিচারের আপডেট দেওয়া হয়েছে। যেমন কোম্পানির SmartXonnect ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৫ ইঞ্চি টিএফটি কনসোল।

নতুন TVS Raider-এর টপ-এন্ড মডেলটি ড্রাম এবং ডিস্ক ভ্যারিয়েন্টেও উপলব্ধ। যাদের মূল্য যথাক্রমে ৮৫,৯৭৩ টাকা ও ৯৩,৮৪৯ টাকা। এর ফিচারের তালিকায় উপস্থিত টার্ন বাই টার্ন নেভিগেশন, ভয়েস কমান্ড, কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন এবং মিউজিক কন্ট্রোল। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য দুটি রাইডিং মোড (ইকো এবং পাওয়ার), লো ব্যাটারি এবং সার্ভিস রিমাইন্ডার, গিয়ার শিফট এবং পজিশন ইন্ডিকেটর, টপ স্পিড রেকর্ডার, অবশিষ্ট জ্বালানিতে কতটা পথ চলতে সক্ষম।

১২৩ কেজি ওজনের 2022 TVS Raider-এ রয়েছে একটি ১০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। নয়া ভার্সনের ইঞ্জিনে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং অয়েল কুল্ড ইঞ্জিনে ছুটবে। যা থেকে ১১.২ এইচপি শক্তি এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে উপস্থিত ৫-স্পিড গিয়ার বক্স।

TVS Raider 2022-এর হার্ডওয়ারের প্রসঙ্গে বললে বাইকটির সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পেছনে ৫-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। দু’চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেকের সাথে সামনে ২৪০ মিমি ডিস্ক ব্রেকের বিকল্পে কেনা যাবে বাইকটি। এটি ফিয়েরি ইয়েলো, ব্লেজিং ব্লু, স্ট্রাইকিং রেড এবং উইকড ব্ল্যাক রঙে বেছে নেওয়া যাবে। তবে কেবল স্ট্রাইকিং রেড এবং উইকড ব্ল্যাক কালার অপশনের সাথে Raider SmartXonnect উপলব্ধ। বাজারে এর প্রতিপক্ষদের মধ্যে রয়েছে Hero Glamour, Honda Shine ও Bajaj CT 125X।

Tags:    

Similar News