পাওয়ার, ফিচার্স তাক লাগিয়ে দেবে, Honda-র 250cc বাইক ভোল বদলে লঞ্চ হল

By :  techgup
Update: 2022-09-24 02:11 GMT

ইন্দোনেশিয়ার বাজারে স্পোর্টস বাইকের চমক নিয়ে হাজির হল জাপানের প্রখ্যাত দ্বিচাকা নির্মাণকারী সংস্থা Honda। লঞ্চ করা হলো CBR250RR এর নতুন আপডেটেড সংস্করণ। এটি আদতে প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টের ফেয়ারিং যুক্ত পারফরম্যান্স প্রধান ২৫০ সিসির মোটরসাইকেল। প্রসঙ্গত, নতুন সমস্ত আপডেটের বলে বলীয়ান হয়ে এটি বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া অন্যতম সেরা ২৫০ সিসির সুপার স্পোর্টস বাইকের মধ্যে একটি। ইন্দোনেশিয়ার মাটিতে এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৩৫ লাখ টাকার কাছাকাছি।

CBR250RR সুপারস্পোর্ট মডেলটিতে প্রধানত ইঞ্জিনের ক্ষমতার বড়সড় পরিবর্তন পরিলক্ষিত হয়। অত্যন্ত উচ্চ কমপ্রেশন অনুপাতে বাইকটি চালানোর জন্য নির্মাণকারী সংস্থা এতে টুইন সিলিন্ডার যুক্ত ইঞ্জিনের ব্যবহার করেছে। ফলস্বরূপ, এটি চিত্তাকর্ষক আউটপুট হিসেবে ৪২ পিএস পাওয়ার এবং ২৫ এনএম টর্ক উৎপাদন করে। আগের থেকে ইঞ্জিনের ক্ষমতা ২ পিএস বেশি হলেও টর্কের পরিমাণ একই রয়েছে।

বহু ফিচার্সে সুসজ্জিত হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়টি হল এর সামনের চাকায় থাকা Showa Separate এর বড় পিস্টন যুক্ত ইউএসডি ফর্ক, যা আরামদায়ক ভাবে দীর্ঘক্ষণ রাস্তা চলতে সাহায্য করে। তাছাড়াও রয়েছে তিনটি রাইডিং মোড ও স্লিপার ক্লাচ । এছাড়াও CBR250RR এর উচ্চতর ভ্যারিয়েন্টে কুইক শিফটার দেখা যায়, যা বাইকটিকে উচ্চ গতিতে সহজেই গিয়ার পরিবর্তন করতে সাহায্য করে।

সর্বশেষে বলা যায় নতুন এই CBR250RR মডেলটি এর গ্রাফিক্স ও রঙিন শার্প ডিজাইন বাস্তবেই যথেষ্ট নজরকাড়া। তাছাড়াও একটি বিশেষ সংস্করণ হিসেবে মিস্টিক ব্লু(Mystique Blue) রংয়ের কম্বিনেশনে পাওয়া যাবে CBR250RR বাইকটির SP ভ্যারিয়েন্টে। ইন্দোনেশিয়ার বাজারে যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা।

Tags:    

Similar News