পুরনো বুলেটের থেকে নতুন Bullet 350 কতটা আলাদা? লঞ্চের আগেই জেনে নিন প্রয়োজনীয় তথ্য

By :  SUMAN
Update: 2023-04-06 08:44 GMT

বর্তমানে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতের বাজারে বিভিন্ন সেগমেন্টে মোটরসাইকেল লঞ্চের জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। যার মধ্যে সবার প্রথমে রয়েছে Royal Enfield Bullet 350-র নয়া সংস্করণ। দীর্ঘদিন বাদে অগণিত ক্রেতার আবেগ আপডেট পেতে চলেছে। আগের মতই সস্তার টু-হুইলারের তকমা নতুন মডেলেও বজায় রাখা হবে বলে আশা করা যায়। জল্পনা চলছে, খুব শীঘ্রই Bullet 350-এর নতুন প্রজন্মের মডেল লঞ্চ হতে পারে। এখন প্রশ্ন, নতুন বুলেটে কী কী আলাদা থাকবে? যার হদিশ পেতে এই প্রতিবেদনে Bullet 350-এর পুরনো ও নয়া মডেলের তুলনামূলক আলোচনা রইল।

2023 Bullet নতুন ফ্রেমের উপর ভর করে আসবে

২০২৩ বুলেট ৩৫০ একটি ডবল ক্র্যাডেল চেসিসের উপর ভর করে আসবে। যেখানে বাজারচলতি মডেলে রয়েছে সিঙ্গেল ডাউনটিউব ফ্রেম। স্টাইলিংয়ের দিক থেকে আসন্ন মডেলটির সাথে Classic 350-এর সাদৃশ্য নজরে পড়বে। এতে থাকছে একটি আপরাইট হ্যান্ডেলবার, সার্কুলার মিরর, সিঙ্গেল পিস সিট, টিউবুলার গ্র্যাবরেল এবং একটি পিসশুটার এগজস্ট। এছাড়া ক্রোম কেসিং সহ গোলাকৃতি হ্যালোজেন হেডলাইট, টেল ল্যাম্প এবং হ্যালোজেন টার্ন সিগনালের উপস্থিতি দেখা যাবে। স্পোক রিম সহ আসবে বাইকটি।

আসন্ন বাইকটি বড় ইঞ্জিনে ছুটবে

2023 Bullet 350 আগের চাইতে বড় ইঞ্জিন সমেত আসবে। এতে থাকবে একটি ৩৪৯ সিসি, এয়ার ও অয়েল কুল্ড, SOHC, ফুয়েল ইনজেক্টটেড মিল। যা থেকে সর্বোচ্চ ২০.২ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে বর্তমান মডেলটিতে রয়েছে একটি ৩৪৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড মোটর। যা থেকে ১৯ এইচপি শক্তি এবং ২৭৮ এনএম টর্ক পাওয়া যায়। আগের মতোই নতুন মডেলটিও ৫-স্পিড গিয়ারবক্স সমেত আসবে।

নতুন Bullet-এর দু’চাকায় থাকছে ডিস্ক ব্রেক

আসন্ন Bullet 350 দু’চাকায় ডিস্ক ব্রেকে নির্ভর হয়ে আসবে। যেখানে বর্তমান মডেলটির সামনের চাকায় ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। ব্রেকিংয়ের পারফরম্যান্স উন্নত করতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হতে পারে। সাসপেনশনের দায়িত্ব পালন করতে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল শক রিয়ার অ্যাবসর্বার।

2023 Bullet 350-এর দাম কেমন পড়বে

লঞ্চের সময়তেই রয়্যাল এনফিল্ড তাদের নতুন Bullet 350-এর দাম এবং লভ্যতা ঘোষণা করবে। অনুমান করা হচ্ছে, বাজার চলতি মডেলটি চাইতে এর মূল্য সামান্য বৃদ্ধির ফলে ১.৫১ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।

Tags:    

Similar News