নতুন Yamaha MT-15 নাকি KTM 125 Duke? পাওয়ার ও ফিচারে কোন বাইক সেরা

By :  SUMAN
Update: 2023-02-24 14:44 GMT

এ বছর এপ্রিল থেকে সমগ্র ভারতে নয়া নির্গমন বিধি ওবিডি-২ লাগু হতে চলেছে। এটি বিএস৬-এর উন্নততর ভার্সন। যা থেকে এটি স্পষ্ট যে, মার্চের পর এদেশে বিএস৬-এর কোনো যানবাহন আর বিক্রি করা চলবে না। তাই বিভিন্ন কোম্পানি ওবিডি-২ সহায়ক ইঞ্জিন সমেত গাড়ি ও টু-হুইলার লঞ্চ করছে। যেমন, জাপানি ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) তাদের MT-15 V2, FZ রেঞ্জ এবং R15 V4 নয়া ভার্সনে বাজারে এনেছে। যার মধ্যে MT-15 হল তাদের সর্বাধিক সুদৃশ্য নেকেড মোটরবাইক। বাজারে এর মূল প্রতিপক্ষ হিসাবে রয়েছে KTM 125 Duke। এই প্রতিবেদনে Yamaha MT-15 ও KTM 125 Duke-এর তুলনামূলক আলোচনা রইল।

2023 Yamaha MT-15 vs KTM 125 Duke ডিজাইন

অনন্য স্টাইলিংয়ের জন্য MT-15-এর চমকপ্রদ দর্শন রয়েছে। সামনে এলইডি ডেটাইম রানিং ল্যাম্প সহ রয়েছে একটি প্রোজেক্টর এলইডি সেটআপ। সিঙ্গেল সাইডেড এগজস্ট-এর সাথে দেওয়া হয়েছে গোল্ডেন ফর্ক এবং পেশীবহুল ট্যাঙ্ক শ্রাউড। অন্যদিকে, KTM 125 Duke-কে 390 Duke-এর ছোট ভার্সনের ন্যায় দেখতে। এতে রয়েছে এলইডি ডিআরএল সহ একটি ফ্ল্যাট হ্যালোজেন হেডল্যাম্প, শার্প লুকের রিয়ার এন্ড এবং আন্ডার বেলি এগজস্ট।

2023 Yamaha MT-15 vs KTM 125 Duke স্পেসিফিকেশন

এমটি-১৫ -এ দেওয়া হয়েছে একটি ১৫৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, VVA ইঞ্জিন। যা থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮.৪ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.১ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ সহ ৬-স্পিড গিয়ারবক্স। অন্যদিকে কেটিএম ১২৫ ডিউক-এ উপস্থিত একটি ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড পাওয়ারট্রেন। যা থেকে ৯,২৫০ আরপিএম গতিতে ১৪.৩ বিএইচপি শক্তি এবং ৮,০০০ আরপিএম গতিতে ১২ এনএম টর্ক পাওয়া যায়। এতেও রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

2023 Yamaha MT-15 vs KTM 125 Duke ফিচার্স

Yamaha MT-15-এর ফিচারের তালিকায় রয়েছে বিভিন্ন তথ্য যেমন জ্বালানির খরচ, VVA ইন্ডিকেটর, শিফ্ট টাইমিং লাইট, ডিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ট্যাকোমিটারের তথ্য দেখার জন্য এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া এতে উপস্থিত এলইডি লাইটিং এবং ব্লুটুথ কানেক্টিভিটি। অন্যদিকে, KTM 125 Duke-ও এলসিটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার উপলব্ধ। যেখানে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ভেসে ওঠে।

2023 Yamaha MT-15 vs KTM 125 Duke দাম

Yamaha MT-15-এর নতুন মডেলটি দাম ১,৬৮,৪০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে এর এর প্রতিপক্ষ KTM 125 Duke কিনতে ১,৭৫,৯৪২ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে। অর্থাৎ স্পেসিফিকেশন বলুন ফিচার অথবা দাম, সব দিক বিচার করলে Yamaha MT-15 কেই সেরার স্বীকৃতি দেওয়া যায়।

Tags:    

Similar News