Tata থেকে Hyundai, এগুলি দেশের সবচেয়ে সাশ্রয়ী পাঁচটি ইলেকট্রিক গাড়ি, একচার্জে 400 কিমির বেশি চলে

By :  SUMAN
Update: 2022-05-27 04:17 GMT

ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার এখনও ততটা সাড়া ফেলতে পারেনি। যার মুখ্য কারণ অপর্যাপ্ত বৈদ্যুতিক চার্জিং স্টেশন। আবার এই জাতীয় যানবাহনের পেট্রল-ডিজেল চালিপ দাম গাড়ির তুলনায় বেশি হওয়ায় অনেকেই এর থেকে বিমুখ থাকেন। যদিও বৈদ্যুতিক চার্জিং স্টেশনের পরিকাঠামো উন্নয়নে হাত লাগিয়েছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। মনে করা হচ্ছে আগামী এক দু’বছরের মধ্যে দেশের বৈদ্যুতিক গাড়ির মালিকদের চাহিদা পূরণ করার মতো চার্জিং স্টেশন তৈরি হয়ে যাবে। অন্যদিকে ভবিষ্যতে ব্যাটারি চালিত গাড়ির দাম একটি প্রথাগত জ্বালানির যানবাহনের সমতুল্য হবে বলে বারংবার অভয় দিয়েছে কেন্দ্র।

এদেশে ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রথাগত জ্বালানির ধারে কাছে না ঘেঁষতে পারলেও, গত কয়েক বছরে বিক্রিতে উত্থান চোখে পড়ার মতো। তাই বহু সংস্থাই দেশের বাজারকে লক্ষ্য করে তাদের সাধের বিদ্যুৎ চালিত মডেলটি হাজির করছে। আজকের এই প্রতিবেদনে ভারতের সবচেয়ে কম দামের সেরা পাঁচটি বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে আলোচনা রইল।

Tata Tigor EV

ভারতে Tata Tigor EV ১২.৪৯-১৩.৬৪ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিকোয়। এতে রয়েছে একটি ২৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা থেকে ৩০৬ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। এর ইলেকট্রিক মোটরটি থেকে ৭৪ বিএইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক পাওয়া যায়। বাড়িতে ১৫ অ্যাম্পিয়ার ওয়াল অ্যাডাপ্টারের মাধ্যমে ০-৮০% চার্জ হতে ৮:৩০ ঘন্টা সময় লাগে। যদিও একটি ডিসি ফাস্ট চার্জারে ৮০% চার্জ হতে এক ঘণ্টারও কম সময় লাগে।

Tata Nexon EV

দামের দিক থেকে Tata Nexon EV তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। বৈদ্যুতিক গাড়িটির মূল্য ১৪.৭৯-১৭.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ৩০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ উপলব্ধ গাড়িটি। এর ইলেকট্রিক মোটরের আউটপুট ১২৭ বিএইচপি এবং ২৪৫ এনএম টর্ক। সম্পূর্ণ চার্জে গাড়িটির রেঞ্জ ৩১২ কিমি। বাড়িতে ১৫ অ্যাম্পিয়ার ওয়াল সকেট দিয়ে ০-৮০% চার্জ হতে ৮ ঘন্টা সময় লাগে। ডিসি ফাস্ট চার্জারে এক ঘণ্টারও কম সময়ে ৮০% চার্জ হয়ে যায়।

Tata Nexon EV Max

সদ্য লঞ্চ হওয়া Tata Nexon EV Max-এর দাম ১৭.৭৪-১৯.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। নেক্সন ম্যাক্সে আছে ৪০.৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। যা ইলেকট্রিক মোটরটি থেকে ১৪৩ বিএইচপি শক্তি এবং ২৫৩ এনএম টর্ক উৎপন্ন করতে সহায়তা করে। নেক্সন ইভি ম্যাক্সের স্ট্যান্ডার্ড মডেলে উপলব্ধ একটি ৩.৩ কিলোওয়াট আওয়ার পোর্টেবল চার্জার। যা দিয়ে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১৫-১৬ ঘন্টা সময় লাগবে। তবে অতিরিক্ত মূল্যে কেনা যাবে ৭.২ কিলোওয়াট আওয়ার পোর্টেবল চার্জার, যা দিয়ে ব্যাটারিটি ৫-৬ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার ব্যাটারি ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফলে ৫৬ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে এটি।

MG ZS EV

ব্রিটিশ সংস্থার MG ZS EV গাড়ির বাজারমূল্য ২২-২৫.৮৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ - এক্সাইড এবং এক্সক্লুসিভ। এতে দেওয়া হয়েছে একটি ৫০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ARAI-এর শংসাপত্র প্রাপ্ত রেঞ্জ ৪৬১ কিমি। ১৭৫ বিএইচপি শক্তি উৎপন্নকারী ইঞ্জিনটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৮.৫ সেকেন্ডে তুলতে সক্ষম।

Hyundai Kona

ভারতের বাজারের প্রথম বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে একটি Hyundai Kona। যার দাম ২৩.৮৪-২৪.০২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ৩৯.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি সম্পূর্ণ চার্জে ৩৯৫ কিমি পথ অতিক্রম করতে পারে। মোটর থেকে উৎপন্ন হয় ১৩৪ বিএইচপি শক্তি এবং ৩৯৫ এনএম টর্ক। বাড়িতে সম্পূর্ণ চার্জ হতে ৭-৮ ঘন্টা সময় লাগলেও ডিসি ফাস্ট চার্জারে এক ঘণ্টাতেই ৮০% চার্জ হয়ে যায়।

Tags:    

Similar News