প্রিপেইড গ্রাহকদের জন্য সুখবর! Airtel লঞ্চ করেছে ৪টি সস্তা মাসিক প্ল্যান, রিচার্জ করতে সর্বনিম্ন ১০৯ টাকা লাগবে

By :  techgup
Update: 2022-07-07 13:45 GMT

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel (এয়ারটেল) গ্রাহকদের জন্য নিজেদের পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রেখেছে। তবে গত বছরের নভেম্বর মাস নাগাদ দেশের সবকটি বেসরকারি টেলিকম কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত বাড়ানোয় হালফিলে মার্কেটে কমদামি রিচার্জ প্ল্যানের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। তাই ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে Airtel বর্তমানে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের একাধিক রিচার্জ প্ল্যান মার্কেটে হাজির করেছে বা করছে। সেক্ষেত্রে আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন এবং হালফিলে সংস্থার অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এমন কোনো প্রিপেইড প্ল্যানের সন্ধানে থাকেন যাতে এক মাসের ভ্যালিডিটি মিলবে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর।

আসলে এয়ারটেল সম্প্রতি ৩০ ও ৩১ দিনের ভ্যালিডিটিসহ চার-চারটি নতুন এবং সস্তা প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। টেলিকমটক (Telecomtalk)-এর এক প্রতিবেদনে সর্বপ্রথম এই খবরটি প্রকাশ্যে এসেছে। এয়ারটেলের এই চারটি প্ল্যানের দাম যথাক্রমে ১০৯ টাকা, ১১১ টাকা, ১২৮ টাকা এবং ১৩১ টাকা। তাহলে আসুন, প্ল্যানগুলির খুঁটিনাটি একটু বিশদে জেনে নেওয়া যাক।

Airtel-এর ১০৯ টাকার প্ল্যান

এয়ারটেলের নতুন ১০৯ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদে মিলবে ২০০ এমবি ডেটা এবং ৯৯ টাকা টকটাইম। এছাড়া, এই প্ল্যান মারফত প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা হারে লোকাল ও এসটিডি কল এবং যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা খরচে লোকাল এবং এসটিডি মেসেজ করা যাবে।

Airtel-এর ১১১ টাকার প্ল্যান

সংস্থার ১০৯ টাকার প্ল্যানে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, সেই সকল সুবিধাই ১১১ টাকার প্ল্যানেও উপলব্ধ হবে। অর্থাৎ, এই প্ল্যানেও প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা হারে লোকাল ও এসটিডি কল করার পাশাপাশি যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা খরচে লোকাল এবং এসটিডি এসএমএস করা যাবে। এবং সেইসাথে মিলবে ২০০ এমবি ডেটা ও ৯৯ টাকা টকটাইম। তবে তফাৎটা হল, এই প্ল্যানে পুরো এক মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে, অর্থাৎ ১ আগস্ট রিচার্জ করলে তার মেয়াদ বজায় থাকবে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৷

Airtel-এর ১২৮ টাকার প্ল্যান

এয়ারটেলের ১২৮ টাকার অর্থাৎ তৃতীয় প্রিপেইড প্ল্যানে মিলবে ৩০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে কোনো টকটাইম পাওয়া যাবে না। তবে এই প্ল্যান মারফত প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা হারে লোকাল ও এসটিডি কল করা যাবে। এছাড়া, ন্যাশনাল ভিডিও কলিংয়ের জন্য প্রতি সেকেন্ডে ৫ পয়সা এবং প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ইউজারদেরকে ৫০ পয়সা খরচ করতে হবে। সেইসাথে লোকাল ও এসটিডি মেসেজ করার জন্য গ্রাহকদের যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা খসাতে হবে।

Airtel-এর ১৩১ টাকার প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে ১২৮ টাকার প্ল্যানে উপলব্ধ সব সুবিধাই পাওয়া যাবে (অর্থাৎ কোনো টকটাইম নেই, প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা হারে করা যাবে লোকাল ও এসটিডি কল, প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য লাগবে ৫০ পয়সা, প্রতি সেকেন্ডে ৫ পয়সা খরচে করা যাবে ন্যাশনাল ভিডিও কল, এবং লোকাল ও এসটিডি মেসেজ করার জন্য খসাতে হবে যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা)। তবে ফারাকটা হল, ১৩১ টাকার এই প্ল্যানে মিলবে পুরো এক মাসের ভ্যালিডিটি।

Tags:    

Similar News