Online Shopping: Amazon বা Flipkart-এর সেরা বিকল্প এই দুটি প্ল্যাটফর্ম, জিনিস কেনা যাবে দারুণ সস্তায়

Update: 2022-08-09 09:19 GMT

4G পরিষেবা যবে থেকে মানুষের হাতের মুঠোয় এসেছে, বলতে গেলে ঠিক তবে থেকেই অধিকাংশের অনলাইন শপিংয়ের প্রতি নির্ভরশীলতা বেড়েছে। সস্তা অফার, একাধিক স্কিম এবং বাড়ি বসে কেনাকাটার সুযোগ – প্রভৃতি নানা কারণে এখন সাধারণ মানুষ ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে প্রাধান্য দিচ্ছে। তাছাড়া বিগত দুই বছরে করোনা মহামারীর দরুনও বেড়েছে অনলাইনে জিনিস কেনার ক্রেজ। সেক্ষেত্রে এমনিতে অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে সবার পছন্দের তালিকার শীর্ষে Flipkart (ফ্লিপকার্ট) এবং Amazon (অ্যামাজন) থাকলেও, sleep এমনিতে আরো বহু পোর্টাল রয়েছে যা এই দুটি সংস্থার চেয়ে সস্তা দামে প্রোডাক্ট কেনার সুযোগ দেয়। সেক্ষেত্রে আপনি যদি Flipkart-Amazon থেকে শপিং করে করে বোর হয়ে গিয়ে থাকেন, বা হালফিলে আরো সস্তায় অনলাইনে কেনাকাটা করতে চান তাহলে এই খবরটি আপনারই জন্য। কারণ এই প্রতিবেদনে, আমরা আপনাকে সস্তা এবং ভাল মানের প্রোডাক্ট সরবরাহকারী দুটি ই-কমার্স প্ল্যাটফর্ম সম্পর্কে বলব যা Flipkart বা Amazon-কে বলে বলে গোল দেবে!

সস্তায় প্রোডাক্ট কিনুন এখান থেকে

১. Meesho: ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতই গ্রাহকরা মিশোর ওয়েবসাইট বা অ্যাপ থেকে কেনাকাটা করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ভাল মানের প্রোডাক্ট অফার করে। জামাকাপড় থেকে শুরু করে বিউটি প্রোডাক্ট, কিচেন আইটেম, ইলেকট্রনিক্স, অ্যাক্সেসরিজ প্রভৃতি প্রচুর প্রোডাক্ট মিশোতে কম দামে উপলব্ধ। আর এই প্ল্যাটফর্মটি ব্যবহার করাও বেশ সোজা।

এই প্রসঙ্গে বলি, মিশোতে প্রথমবার কেনাকাটা করার সময় গ্রাহকরা ১০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মানে যদি কেউ এখানে প্রথমবার সাইন ইন করার পর ২০০ টাকার কোনো কিছু কেনেন, তাহলে তাকে ১০০ টাকা দিতে হবে। তাছাড়া এই প্ল্যাটফর্ম থেকে আপনারা চাইলে প্রোডাক্ট রিসেলিংও করতে পারবেন। এটি ক্যাশ অন ডেলিভারি, ৭ দিনের রিটার্ন পলিসি অফার করে।

২. ShopMe: মিশোর মত শপ-মিতেও সাশ্রয়ী মূল্যে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। এখানে আপনারা ফ্যাশন আইটেম, ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্টের মত একাধিক জিনিস ব্যাপক ছাড়ে পাবেন। তাছাড়া এই ই-কমার্স ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারির বিকল্পও বিদ্যমান।

Tags:    

Similar News