আজ শেষ Amazon Freedom Sale, সবচেয়ে সস্তায় কিনুন Samsung এর এই 5G স্মার্টফোন
আপনি যদি স্যামসাংয়ের ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করবেন না। আসলে Amazon Great Freedom সেলের আজ শেষ দিন। আর এই সেলে Samsung Galaxy M35 5G স্মার্টফোনটি বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। তবে সেলে আপনি ১ হাজার টাকা কুপন ডিসকাউন্ট সহ এটি কিনতে পারবেন। আবার ব্যাঙ্ক অফারে ২ হাজার টাকা ছড়া মিলবে।
এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি Samsung Galaxy M35 5G ফোনের দাম ১৮,৮৫০ টাকা পর্যন্ত কমাতে পারেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Samsung Galaxy M35 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে ১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬ ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে আছে। এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ১,০০০ নিটস। ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস।
প্রসেসর হিসেবে স্যামসাংয়ের এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে এক্সিনস ১৩৮০ চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা বর্তমান। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান লেন্স সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য এই ফোনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।