নতুন ও পুরানো সিনেমার ভান্ডার, ভারতে লঞ্চ হল Amazon Prime Video স্টোর

By :  SUPARNAMAN
Update: 2022-05-09 03:27 GMT

এখন বাড়িতে বসে সিনেমা উপভোগ হবে আরও চিত্তাকর্ষক, কেননা সদ্য Amazon ভারতে তাদের অনলাইন ভিডিও স্টোর 'Amazon Prime Video Store' লঞ্চ করলো। সেখানে গিয়ে সিনেমাপ্রেমীরা আলাদা আলাদা জনরায় তাদের পছন্দের সিনেমা দেখার সুযোগ পাবেন। এক্ষেত্রে পুরনো সিনেমার পাশাপাশি পাওয়া যাবে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির আর্লি অ্যাক্সেস। উল্লেখ্য, টাকা দিয়ে সিনেমা ভাড়া নেওয়ার পাশাপাশি আগ্রহীরা Amazon Prime Video Store থেকে সম্পূর্ণ বিনামূল্যেও সিনেমা উপভোগ করতে পারবেন।

জানিয়ে রাখা ভালো, অ্যামাজন প্রাইম সদস্যপদ না থাকলেও সিনেমাপ্রেমীরা 'Amazon Prime Video Store' থেকে সিনেমা দেখার সুযোগ পাবেন। অর্থাৎ কারোর যদি অ্যামাজন প্রাইম সদস্যপদ গ্রহণের ব্যাপারে অনীহা থাকে, তবে তিনিও আলোচ্য নয়া প্ল্যাটফর্ম থেকে পছন্দের সিনেমা বেছে নিয়ে নিজস্ব বিনোদনের খোরাক সংগ্রহ করতে পারবেন।

Amazon Prime Video Store: ধরাবাঁধা দাম নেই, দেখা যাবে যত খুশি সিনেমা

আজ্ঞে হ্যাঁ, ধরাবাঁধা মূল্যের বিনিময়ে নয় বরং জনপ্রিয়তা ও মুক্তির সময়ের নিরিখে অ্যামাজন প্রাইম ভিডিও স্টোরে উপস্থিত সিনেমাগুলির মূল্য নির্ধারিত হয়েছে। ফলে এখানে আলাদা আলাদা সিনেমার জন্য আগ্রহীকে আলাদা আলাদা মূল্যের অঙ্ক শোধ করতে হবে।

সুতরাং বোঝাই যাচ্ছে যে অ্যামাজন প্রাইম ভিডিও স্টোর থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত কোনও ছবির আর্লি অ্যাক্সেস পেতে চাইলে আগ্রহীদের যতটা অর্থ খরচ করতে হবে, অপেক্ষাকৃত পুরনো ফিল্ম দেখার জন্য খুব স্বাভাবিকভাবেই খরচ করতে হবে তার থেকে কম টাকা।

যেমন ধরা যাক, কিছুদিন আগেই বিভিন্ন থিয়েটারগুলিতে মুক্তি পাওয়া 'The Batman' ছবির কথা। রবার্ট প্যাটিনসন অভিনীত এই নতুন ছবির আর্লি অ্যাক্সেস পেতে হলে আলোচ্য প্ল্যাটফর্মে আগ্রহীকে খরচ করতে হবে ৪৯৯ টাকা। অর্থাৎ ৪৯৯ টাকার বিনিময়ে প্রাইম এবং নন-প্রাইম সদস্যেরা Amazon Prime Video Store থেকে 'দ্য ব্যাটম্যান' ছবিটি ভাড়া নিতে পারবেন। তবে পুরনো ছবি দেখার জন্য আগ্রহীদের এর থেকে অনেকটাই কম টাকা খরচ করতে হবে।

সবথেকে বড় কথা হল, প্রাইম সাবস্ক্রিপশন থাকলে একজন অ্যামাজন প্রাইম ভিডিও স্টোর থেকে পুরনো সমস্ত ছবি বিনামূল্যেই উপভোগ করতে পারবেন। বাকিদের এখান থেকে পছন্দের সিনেমা ভাড়া নিতে হবে।

পরিশেষে উল্লেখ্য, হলে গিয়ে সপরিবারে সিনেমা দেখার খরচের তুলনায় বাড়িতে বসে Amazon Prime Video Store থেকে সিনেমা দেখলে সিনেমাপ্রেমীদের যথেষ্ট অর্থ সাশ্রয় হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে Amazon -এর এই প্ল্যাটফর্ম ভারতে কতখানি জনপ্রিয়তা পায় তা যথাসময়ে বোঝা যাবে।

Tags:    

Similar News