Amazon Play With Alexa: ৫টি প্রশ্নের বদলে মিলবে OnePlus 10R 5G স্মার্টফোন, উত্তর দেখে নিন

By :  techgup
Update: 2022-05-21 05:39 GMT

বর্তমান সময়ে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) বেশ কিছু কুইজ গেম লাইভ করেছে, যাতে অংশগ্রহণকারীদের Amazon Pay (অ্যামাজন পে) ব্যালেন্সে নির্দিষ্ট টাকা, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ইত্যাদি পুরষ্কার জেতার সুযোগ থাকছে। সেক্ষেত্রে যদি কেউ OnePlus 10R 5G স্মার্টফোনটি কেনার পরিকল্পনা করে থাকেন তবে দাঁড়ান! কারণ Amazon-এর একটি কুইজ থেকে এই ফোন ফ্রি-তে পকেটস্থ করার সুযোগ থাকবে। আসলে সংস্থাটি নিজের জনপ্রিয় Alexa (আলেক্সা) ডিভাইস সম্পর্কিত একটি কুইজ আয়োজন করেছে, যেখানে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলে OnePlus 10R 5G-এর ফরেস্ট গ্রিন রঙের ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে। 'Play With Alexa' (প্লে উইথ আলেক্সা) নামের এই গেমে বিজয়ীর নাম ঘোষিত হবে আগামী ১লা জুলাই।

Amazon Play With Alexa কুইজ খেলার উপায়

'অ্যামাজন প্লে উইথ আলেক্সা' কুইজে পুরষ্কার জিতে নিতে অংশগ্রহণকারীদের এই ডিভাইস সংক্রান্ত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই যে টাকা জেতা যাবে এমন নয়। কারণ এক্ষেত্রে সংস্থা বিজয়ী বাছতে লাকি ড্র-এর সাহায্য নেবে। তবে এই কুইজ খেলতে চাইলে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে সংস্থার অ্যাপ খুলুন। এরপর অ্যাপে লগইন/সাইন ইন করে 'ফান' সেকশনে যান। এখানে প্রায় প্রথম দিকে 'প্লে উইথ আলেক্সা' নামক একটি ব্যানার দেখতে পাবেন, এই ব্যানারে ক্লিক করলেই গেমে এন্টার করার অপশন মিলবে।

সেক্ষেত্রে আমরা 'অ্যামাজন প্লে উইথ আলেক্সা' কুইজের পাঁচটি প্রশ্নের পাশাপাশি তাদের উত্তর বলছি। এর থেকে আপনাদের বিনামূল্যে স্মার্টফোন জেতার বা ভাগ্য পরখ করার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে।

Amazon Play With Alexa কুইজের প্রশ্নোত্তর

১. আপনি কীভাবে অ্যামাজন শপিং অ্যাপের মাধ্যমে আলেক্সার সাথে সংযুক্ত হবেন?

উত্তর: ১ এবং ২ বিকল্প উভয়ই।

২. আপনি শুধুমাত্র ''আলেক্সা, পে মাই মোবাইল বিল'' বলে আপনার মোবাইল বিল পরিশোধ করতে পারেন।

উত্তর: সত্য।

৩. অ্যালেক্সার মাধ্যমে বিল পরিশোধের সুবিধা কী?

উত্তর: উপরের সবগুলি।

৪. আপনি অ্যামাজন পে-তে অ্যালেক্সা ব্যবহার করে এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন।

উত্তর: সত্য।

৫. মাইক আইকনে আলতো চাপুন এবং জিজ্ঞাসা করুন, ''আলেক্সা, হোয়াট বিলস ইউ ক্যান পে?'' এবং নীচে থেকে সঠিক প্রতিক্রিয়া বেছে নিন।

উত্তর: মোবাইল, বিদ্যুৎ, ব্রডব্যান্ড, ডিটিএইচ, ল্যান্ডলাইন এবং গ্যাস বিল।

Tags:    

Similar News