১৮ হাজার টাকা ছাড়ে OnePlus 9 Pro, OnePlus 9, বিরাট সুযোগ দিচ্ছে Amazon

Update: 2022-05-08 16:36 GMT

অ্যামাজন ইন্ডিয়া (Amazon india)- তে এখন চলছে 'সামার সেল' (Summer Sale)। আর এই সেলে iPhone 13-এর মতো ডিভাইসগুলির সাথে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার। এছাড়াও এই সেলে পূর্ববর্তী জেনারেশনের কয়েকটি ওয়ানপ্লাস (OnePlus) ফ্ল্যাগশিপ ফোনের দামের ওপর বড় মাত্রায় ছাড় দেওয়া হচ্ছে, যার কারণে এই হ্যান্ডসেটগুলি বর্তমানে পাওয়া যাচ্ছে তার সর্বকালীন সর্বনিম্ন দামে। তাই আপনি যদি সস্তায় একটি প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনের খোঁজে থাকেন, তাহলে অ্যামাজন ইন্ডিয়ার সামার সেলে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি ওপর কার্যকর অফারগুলি আপনার জন্য উপযুক্ত হবে। আসুন এই আকর্ষণীয় ডিলগুলির সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Amazon Summer সেলে পাওয়া যাচ্ছে OnePlus ফোনের ওপর বিশেষ ছাড়

প্রথমেই আসা যাক ওয়ানপ্লাস ৯ প্রো-এর প্রসঙ্গে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। তবে বর্তমানে এই মডেলটি অ্যামাজন সামার সেলে মাত্র ৪৭,৯৯৯ টাকায় উপলব্ধ রয়েছে। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিও আসল দামের তুলনায় ১৭,৯৯৯ টাকা কমে পাওয়া যাচ্ছে, এর দাম ৬৯,৯৯৯ টাকা থেকে কমে মাত্র ৫২,৯৯৯ টাকায় এসে দাঁড়িয়েছে। অফারটি অ্যামাজন সামার সেল শেষ না হওয়া পর্যন্ত বা স্টক শেষ না হওয়া পর্যন্ত বৈধ রয়েছে।

অন্যদিকে ওয়ানপ্লাস ৯ রেগুলার মডেলটিও এই বিশেষ সীমিত সময়ের অফারে সামিল রয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি মাত্র ৩৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ডিভাইসটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিও ছাড়ের সাথে ৪০,৯৯৯ টাকায় উপলব্ধ রয়েছে।

ওয়ানপ্লাস ৯ প্রো-এর স্পেসিফিকেশন (OnePlus 9 Pro Specifications)

ওয়ানপ্লাস ৯ প্রো-তে কোয়াড-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১১ কাস্টম স্কিনে রান করে, তবে এটিকে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২ (OxygenOS 12) কাস্টম স্কিনে আপডেট করা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 9 Pro-এর ব্যাক প্যানেলে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৯ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম লেন্স উপস্থিত রয়েছে৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 9 Pro-এ ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Tags:    

Similar News