১ ডিসেম্বর থেকে আসবে না OTP? জিও, এয়ারটেল, ভিআই-র নতুন নিয়ম জানেন তো!

ওটিপি ভিত্তিক বার্তাগুলি ট্র্যাক করার জন্য টেলিকম সংস্থাগুলিকে ট্রেসেবিলিটি প্রয়োগ করার নির্দেশ দিয়েছে ট্রাই। এই নিয়ম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Update: 2024-11-25 09:00 GMT

Telecom New Rules

স্মার্টফোন এবং ইন্টারনেট যত সহজলোভ্য হয়েছে ততই বেড়েছে বিপদ। সাইবার হানা, হ্যাকিং, ফিসিং, ব্ল্যাকমেলিং ইত্যাদি অপরাধের সঙ্গে ওয়াকিবহাল সকলেই। আর প্রতিটি জালিয়াতির একটি কমন লিঙ্ক হল ওটিপি (OTP)। তাই অনলাইন প্রতারণা রুখতে বেশ কয়েকটি নিয়ম বাস্তবায়ন করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই।

বাণিজ্যিক মেসেজে নজর ট্রাই এর

ফোনে যে বাণিজ্যিক বার্তা এবং ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) আসে তার উপর টেলিকম সংস্থাগুলিকে নজর রাখার নির্দেশ দিয়েছে ট্রাই। চলতি বছর অগাস্টে এই সিদ্ধান্তটি প্রথম ঘোষণা করা হয়। জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএলকে ওটিপি ট্র্যাক করার জন্য ট্রেসেবিলিটি ব্যবস্থাগুলি কার্যকর করার নির্দেশ দেয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। এই ব্যবস্থা প্রয়োগ করার জন্য প্রথমে সময়সীমা রাখা হয়েছিল ৩১ অক্টোবর। তারপর তা বাড়িয়ে ৩১ নভেম্বর করা হয়।

লক্ষ্যণীয় বিষয় হল, জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল যদি ১ ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি ব্যবস্থাগুলি প্রয়োগ করা শুরু করে, তাহলে ওটিপি ঢুকতে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে। ফলে ব্যাঙ্কিং বা বুকিং রিজার্ভেশনের মতো কাজে ওটিপি আসতে দেরি হতে পারে।

ট্রাই-এর মতে, সাইবার অপরাধীরা আর্থিক প্রতারণা করার জন্য এই ওটিপি মেসেজগুলিকে কাজে লাগিয়ে ফোনের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে। তাই গ্রাহকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নয়া নিয়ম কার্যকর করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ১ জানুয়ারি ২০২৫ থেকে আরও এক নতুন নিয়ম আনছে ট্রাই। গ্রাহকদের সুবিধার্থে দেশজুড়ে ৫জি অবকাঠামোর উন্নয়নের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। বর্তমানে, জিও এবং এয়ারটেল এই দুই টেলিকম অপারেটর ৫জি পরিষেবা দিয়ে থাকে দেশে। নতুন নিয়মটির নাম হল রাইট অফ ওয়ে। এই নির্দেশিকা অনুসারে, টেলিকম সংস্থাগুলিকে সারা দেশে পরিকাঠামো গড়ে তোলার জন্য একটি নির্দিষ্ট খরচ বহন করতে হবে। বর্তমানে যে নিয়ম রয়েছে সেখানে বিভিন্ন রাজ্য অনুযায়ী আলাদা খরচ বহন করতে হয়।

Tags:    

Similar News