Apple আনছে 35W ইউএসবি সি চার্জার, একসঙ্গে চার্জ করা যাবে দুটি iPhone
বাজারে দুটি ইউএসবি-সি (USB-C) পোর্ট সমন্বিত নতুন চার্জার আনছে আমেরিকার স্বনামধন্য সংস্থা অ্যাপল (Apple)। এর মাধ্যমে একই সময়ে একত্রে সর্বোচ্চ ২টি আইফোন (iPhone) চার্জ করা সম্ভব হবে বলে Apple -এর সাপোর্ট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে। সেখানে সংস্থার দ্বারা আপলোড করা একটি ডকুমেন্ট অনুযায়ী, গ্যালিয়াম নাইট্রাইড (Gallium Nitride বা GaN) প্রযুক্তির নতুন চার্জার সর্বাধিক ৩৫ ওয়াটের (35W) আউটপুট প্রদানে সক্ষম। যদিও এর সবথেকে আকর্ষনীয় দিক হতে চলেছে একত্রে দুটি Apple ডিভাইস চার্জ করার ক্ষমতা।
Apple -এর আসন্ন চার্জার দ্বারা একত্রে চার্জ করা যাবে দু'টি ডিভাইস
প্রাথমিকভাবে যে ডকুমেন্টে অ্যাপল নতুন চার্জারের কথা উল্লেখ করে, অল্প সময়ের মধ্যেই সেটি সংস্থার সাপোর্ট ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়। যদিও তার মধ্যেই 9to5Mac ডকুমেন্টের স্ক্রিনশট জোগাড় করতে সফল হয়। তাদের দাবি, ৩৫ ওয়াট আউটপুটের সঙ্গে আগত অ্যাপলের প্রথম ডুয়েল ইউএসবি-সি পোর্ট চার্জারের দ্বারা একই সময়ে একাধিক ডিভাইস চার্জ করা সম্ভব হবে। সেক্ষেত্রে একটি আইফোনের সাথে অন্য একটি আইফোন বা আইপ্যাড বা অ্যাপল ওয়াচ চার্জ করা যাবে। কিভাবে এটি সম্ভব হবে তা বলতে গিয়ে 9to5Mac জানিয়েছে, একটি Apple iPhone 13 Pro Max ডিভাইস সর্বোচ্চ ২৭ ওয়াটের (27W) চার্জিং গতিতে চার্জ হতে পারে। ফলে নয়া চার্জারের সর্বাধিক আউটপুট ৩৫ ওয়াট হওয়ায় সেটি একত্রে একাধিক ডিভাইস চার্জে সক্ষম হবে।
আরো মজার ব্যাপার হলো, অ্যাপলের নয়া চার্জারের দ্বারা ৩৫ ওয়াটের সমান চার্জিং গতিতে দুটি ডিভাইস চার্জ করা সম্ভব হবে। তবে সাপোর্ট ডকুমেন্ট অনুযায়ী, আলোচ্য অ্যাডাপ্টারের সাথে অ্যাপল ইউএসবি-সি কেবল প্রদান করবে না।
কবে বাজারে আসবে Apple -এর আলোচ্য চার্জার?
ঠিক কবে নাগাদ অ্যাপলের নতুন চার্জার বাজারে আসবে তা বলার উপায় নেই। এ ব্যাপারে কোম্পানি এখনো কোনরকম তথ্য প্রদান করেনি। তবে সামনে আসা বিভিন্ন জল্পনা থেকে এটা নিশ্চিত যে আগামীদিনে অ্যাপল বাজারে আরো একাধিক পাওয়ার অ্যাডাপ্টার আনতে চলেছে, যারা পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি উন্নত ও ক্ষমতা সম্পন্ন হতে চলেছে।
উল্লেখ্য, ডুয়েল ইউএসবি-সি পোর্ট সমন্বিত নয়া চার্জারটি অ্যাপলের প্রথম গ্যালিয়াম নাইট্রাইড (GaN) চার্জার হিসেবে প্রকাশ্যে আসবে। এর ধারাবাহিকতায় আইফোন প্রস্তুতকারক সংস্থাটি ভবিষ্যতে গ্যালিয়াম নাইট্রাইড (GaN) প্রযুক্তির উপরে আরো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।
আসলে ফাস্ট চার্জিং ব্যাটারির বাড়বাড়ন্ত কালে উক্ত গ্যালিয়াম নাইট্রাইড চার্জারের মূলধারায় উঠে আসাটা স্বাভাবিক ব্যাপার। এরা সাধারণ ইউএসবি-সি চার্জারের থেকে আকারে ছোট এবং দ্রুততর। স্বাভাবিক নমনীয়তার কারণে প্রস্তুতকারকেরা এহেন চার্জারে অন্যান্য ফিচার সংযোজনে গুরুত্ব দিতে পারেন।