Ron Wayne: মাত্র ৩২ হাজারে মালিকানা বিক্রি করেছিলেন Apple এর সহ-প্রতিষ্ঠাতা, বর্তমানে মূল্য ২৯ লক্ষ কোটি টাকা
১০ শতাংশ মালিকানা ছিল বিশ্বের বৃহত্তম টেক সংস্থা অ্যাপলের। অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে মাত্র ৩২ হাজার টাকাতেই বিক্রি করে দেন তৎকালীন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েন।
তিন উদ্যোক্তা স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার। সেই সময় দুই স্টিভের বয়স কুড়ির কাঁটায় থাকলেও, রোনাল্ড ওয়েনের বয়স ছিল ৪২। সাল ১৯৯০, শেয়ার বাজারে অ্যাপলের (Apple) স্টক প্রাইস ছিল মাত্র ১ ডলার। অ্যাপল কম্পিউটার আদৌ সফল হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। ফলস্বরূপ, মাত্র ৮০০ ডলারে (৩২ হাজার টাকা) ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেন তিনি। যার বর্তমান ভ্যালু প্রায় ৩৪৫ বিলিয়ন ডলার (২৯,১১,২৯১ কোটি টাকা)।
অ্যাপলের প্রথম লোগো তৈরি করেছিলেন এই রোনাল্ড ওয়েন। সেই লোগোতে ছিল ঐতিহাসিক, আইজ্যাক নিউটন গাছের তলায় বসে আপেল খাচ্ছেন। লোগো বানানোর পাশাপাশি সংস্থার মেকানিক্যাল এবং ডকুমেন্টেশনের দায়িত্ব সামলেছেন রোনাল্ড। যদিও ১৯৯০ সালে ৮০০ ডলারে ১০ শতাংশ শেয়ার বিক্রি করার ব্যাপারটা তিনি সঠিক পদক্ষেপ বলে মনে করেছিলেন। তার মতে, অ্যাপলে অত্যাধিক চাপ তাকে মেরে ফেলবে একদিন। কবরস্থানে ধনীতম ব্যক্তি হতে চাননা তিনি।
শূন্য থেকে শুরু করেছিলেন স্টিভ জবস। রোনাল্ড ওয়েন এবং স্টিভ ওয়াজনিয়াককে সঙ্গে নিয়ে ১৫ হাজার ডলারের লোন নেন তিনি। তবে এই সিদ্ধান্তে দ্বিমত ছিল রোনাল্ড ওয়েনের। তিনি মনে করতেন অনেক ঝুঁকি রয়েছে এই সংস্থার মধ্যে। তার ভয় ছিল, সংস্থা যদি ব্যর্থ হয় তাহলে তিনি দেউলিয়া হয়ে যাবেন। ফলে দিনেশেষে এই চুক্তি থেকে সরে আসেন এবং ৮০০ ডলারে নিজের যা মালিকানা ছিল তা বিক্রি করে দেন। পরিসংখ্যান বলছে, নভেম্বর, ২০২৪ পর্যন্ত সেই শেয়ার যদি তাঁর কাছে থাকত তাহলে তিনি এখনও ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হতেন।
তবে এই সিদ্ধান্ত নিয়ে কোনওদিন অনুশোচনা হয়নি বলে দাবি তার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সে সময় বাজারের যা পরিস্থিতি এবং তথ্য ছিল তার উপর ভর করে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, “আমার মন থেকে বিশ্বাস ছিল অ্যাপল একদিন সফল হবে। আবার একই সময়ে এই পথে একাধিক বাঁধা দেখতে পেয়েছিলাম আমি। তাছাড়া আমার বয়স হচ্ছিল। বাকি দু’জনের সঙ্গে পাল্লা দিতে পারছিলাম না।” তবে এ কথার বলার অপেক্ষা রাখে না, ধৈর্য্য ধরে প্রতিকূলতা পিছনে ফেলে যদি এই মালিকানা ধরে রাখতেন তিনি, তাহলে আজ বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নাম লেখাতেন রোনাল্ড ওয়েন।