iPhone 14 Pro max ফোনে দেখা যাবে না চিরাচরিত নচ, থাকবে এই নয়া ডিজাইন
গত সেপ্টেম্বরে অ্যাপল (Apple) বাজারে লঞ্চ করেছে iPhone 13 স্মার্টফোন সিরিজটি। এর উত্তরসূরি, আপকামিং iPhone 14 সিরিজ লঞ্চের এখনও বেশ কয়েক মাস বাকি। তবে ইতিমধ্যেই এই লাইনআপ সম্পর্কে একাধিক তথ্য বিভিন্ন সূত্র এবং রিপোর্টের মাধ্যমে জনসমক্ষে আসছে, যেগুলি থেকে মনে করা হচ্ছে পরবর্তী প্রজন্মের আইফোনগুলিতে কিছু বড় পরিবর্তন পরিলক্ষিত হবে। আর এবার, সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Apple iPhone 14 Pro Max-এর বিস্তারিত স্কিম্যাটিকগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে।
ফাঁস হল Apple iPhone 14 Pro Max- এর স্কিম্যাটিকগুলি
এক টুইটার ইউজার, 'শ্রিম্পঅ্যাপলপ্রো' (ShrimpApplePro) টুইটারে অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স- এর সিএডি (CAD) স্কিম্যাটিকগুলি প্রকাশ করেছেন। টুইটে দাবি করা হয়েছে, এই ফোনের সামনের প্যানেলের ওপর অবস্থিত পিল আকৃতির কাটআউটটি ৭.১৫ মিলিমিটার এবং পাঞ্চ-হোল কাটআউটটি ৫.৫৯ মিলিমিটারের হবে। এই ফাঁস হওয়া ছবিগুলি আরও প্রকাশ করে যে, আসন্ন আইফোন মডেলগুলিতে চিরাচরিত নচের পরিবর্তে ডিসপ্লের ওপরে ফ্রন্ট ক্যামেরা এবং ফেস আইডি সেন্সরের জন্য অবস্থিত পিল-আকৃতির কাটআউট এবং পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে সামনে ব্যবধান দেখতে পাওয়া যাবে।
এছাড়া, এটাও দাবি করা হচ্ছে যে আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ১.৯৫ মিলিমিটারের পাতলা বেজেল থাকবে, যা বাজারে বিদ্যমান আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনে পাওয়া ২.২৪ মিলিমিটারের বেজেল থেকে উল্লেখযোগ্যভাবে পাতলা। এটি আসন্ন স্মার্টফোনের জন্য স্ক্রিন-টু-বডি রেশিও বৃদ্ধির দিকে পরিচালিত করবে বলেই আন্দাজ করা যায়। আবার অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর উচ্চতা ১৬০.৭মিলিমিটার হবে এবং সাইডে অবস্থিত বাটনগুলির সাথে ডিভাইসের প্রস্থ হবে ৭৮.৫৩ মিলিমিটার। আর রিয়ার ক্যামেরা বাম্প সহ ফোনের ডেপ্থ হবে ১২.১৬ মিলিমিটার।
প্রসঙ্গত, ইতিমধ্যেই জানা গেছে যে আসন্ন iPhone 14 সিরিজের মডেলগুলিতে ক্যামেরা বাম্পটি আগের তুলনায় সামান্য স্থূল হবে, কারণ সংস্থাটি এবার ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের পরিবর্তে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করবে৷
উল্লেখ্য, iPhone 14 Pro Max-এ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা এর পূর্বসূরির মতোই হবে, তবে 'Pro' মডেলটিতে ৬.১ ইঞ্চির স্ক্রিন দেখতে পাওয়া যাবে। আসন্ন Apple iPhone 14-এর প্রো মডেলগুলি অ্যাপল ১৬ প্রো প্রসেসর দ্বারা চালিত বলে জানা গেছে। অন্যদিকে, নন-প্রো মডেলগুলিতে এ১৬ চিপসেট ব্যবহার করা হবে।