অক্টোবরের শেষ সপ্তাহে একগুচ্ছ Mac মডেল আনছে Apple, থাকবে পাওয়ারফুল M3 চিপ

By :  ANKITA
Update: 2023-10-24 07:53 GMT

Apple অক্টোবরের শেষ সপ্তাহে একগুচ্ছ Mac মডেল লঞ্চ করতে চলেছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান এমনই দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে, iMac, ১৩ ইঞ্চি MacBook Pro, ১৪ ও ১৬ ইঞ্চি MacBook Pro মডেলগুলি এখন আর অনলাইন ও অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে না। ফলে বোঝা যাচ্ছে যে, শীঘ্রই নতুন Mac মডেল লঞ্চ হতে চলেছে।

গুরম্যান বলেছেন যে, Apple Earning Call ইভেন্ট আগামী ২ অক্টোবর আয়োজন করা হয়েছে। আর এই ইভেন্টের আগে একটি লঞ্চ ইভেন্ট রাখা হয়। এবারের এই ইভেন্ট ৩০ বা ৩১ অক্টোবর আয়োজন করা হতে পারে।

যদিও নতুন Mac মডেলগুলির নাম বা এর ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। তবে একটি iMac মডেল ওই লঞ্চ ইভেন্টে উন্মোচন করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ২০২১ সালের পর আর iMac এর নতুন কোনো মডেল আনা হয়নি।

এছাড়া MacBook Pro ও MacBook Air মডেলের রিফ্রেশ ভার্সন বাজারে আনা হতে পারে। এগুলিতে নতুন M3 চিপ দেওয়া হতে পারে। এখন দেখার Apple সত্যি সত্যি ৩০ বা ৩১ অক্টোবর কোনো‌ লঞ্চ ইভেন্ট আয়োজন করে কিনা এবং করলেও কি কি প্রোডাক্টের উপর থেকে পর্দা সরায়।

Tags:    

Similar News