বিপদে iPhone থেকে Mac ইউজার, তড়িঘড়ি ব্যবস্থা নিল Apple

By :  SUPARNA
Update: 2023-12-04 09:18 GMT

দূর বসে ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করিয়ূ ডেটা চুরির ঘটনা এখন আকছারই ঘটছে। তবে অ্যাপল আইফোনে (Apple iPhone) ম্যালওয়ার হামলার কথা খুব কমই শোনা যায়। কেননা এই টেক জায়ান্টটি তাদের হ্যান্ডসেটে সর্বাধিক সেরা সিকিউরিটি সিস্টেম প্রদান করে। কিন্তু ২০২৩ সাল ব্যতিক্রম যাচ্ছে অ্যাপলের জন্য। কেননা এই বছর ইতিমধ্যেই ১৮টি 'জিরো-ডে ভলনেরবিলিটিস' (Zero-day vulnerabilities) আবিষ্কার করা হয়েছে। এখন আবার দুটি অনুরূপ ত্রুটি বা দুর্বলতার (Vulnerabilities) খোঁজ মিলেছে। যারপর অ্যাপল এই ত্রুটি ঠিক করতে নয়া সিকিউরিটি আপডেট রিলিজ করার ঘোষণা করেছে।

জানা গেছে, সদ্য আবিষ্কৃত ত্রুটিগুলি আইফোন (iPhone), আইপ্যাড (iPad) এবং ম্যাক (Mac) ডিভাইসগুলিকে প্রভাবিত করতে সক্ষম৷ এই নির্দিষ্ট বাগগুলি ওয়েবকিট (WebKit) নামের একটি ওয়েব ব্রাউজার ইঞ্জিনে পাওয়া গেছে, যা অ্যাপলের ডিভাইসগুলিতে ব্যবহৃত হয়। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার এবং ক্ষতিকারক কোড এম্বেড করার অনুমতি দেয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, গুগল (Google) -এর থ্রেট অ্যানালাইসিস গ্রুপ (TAG) -এর নিরাপত্তা গবেষক ক্লেমেন্ট লেসিগন (Clément Lecigne) ত্রুটিগুলি আবিষ্কার এবং রিপোর্ট করার নেপথ্যে আছেন৷

আর এই নিরাপত্তাজনিত সমস্যাগুলি সমাধানের জন্য অ্যাপল ইতিমধ্যেই iOS 17.1.2, iPadOS 17.1.2, macOS Sonoma 14.1.2, এবং Safari 17.1.2 অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলির জন্য জরুরিকালীন আপডেট রিলিজ করেছে৷ এই আপডেটে - সফ্টওয়্যার চেক সিস্টেম উন্নত করা এবং ডেটা সুরক্ষিত করার জন্য কয়েকটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে ধরা পড়া ত্রুটিগুলি নিজেদের উদ্দেশ্য পূরণ করতে না পারে।

জানিয়ে রাখি, এই নিরাপত্তাজনিত সমস্যার কারণে যেসব অ্যাপল ডিভাইস প্রভাবিত হয়েছে তার তালিকায় সামিল রয়েছে - iPhone XS ও উত্তরসূরি, iPad Pro, iPad Air, এবং নির্দিষ্ট কয়েকটি macOS ভার্সন চালিত Macs ডিভাইস৷

Tags:    

Similar News