Ashok Leyland বিকল্প জ্বালানি প্রযুক্তিতে 500 কোটি টাকা লগ্নি করবে, বৈদ্যুতিক গাড়ির জন্য দেশে পৃথক কারখানা তৈরির ভাবনা

By :  SHUVRO
Update: 2022-02-23 07:51 GMT

অশোক লেল্যান্ড (Ashok Leyland) ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরির ব্যবসায় প্রবেশের পরিকল্পনা করছে। হিন্দুজা গোষ্ঠী (Hinduja Group)-র অধীনস্থ সংস্থাটি জানিয়েছে, তারা ওই ধরনের গাড়ি উৎপাদনের জন্য পৃথক কারখানা তৈরি করবে। অশোক লেল্যান্ড তাদের বাণিজ্যিক গাড়ির জন্য বিকল্প জ্বালানি প্রযুক্তির বিকাশ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সংস্থাটি সিএনজি, হাইড্রোজেন, এবং বিদ্যুতের উপর নির্ভর করে পাওয়ারট্রেন বানাতে ৫০০ কোটি টাকা লগ্নি করবে। আবার পূর্বে ব্রিটেনের শাখা-সংস্থা সুইচ মোবিলিটি (Switch Mobility)-র মাধ্যমে ব্যাটারিচালিত গাড়ি তৈরিতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে অশোক লেল্যান্ড।

সংস্থার এগজিকিউটিভ চেয়্যারমান ধীরাজ হিন্দুজা (Dhiraj Hinduja) একটি সাক্ষাৎকারে জানান, দেশ ও বিদেশের বাজারে চাহিদার কথা মাথায় রেখে তাদের লক্ষ্য, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন ইঞ্জিন তৈরি করা।"

তিনি যোগ করেন, "স্পেনে আমরা একটি কারখানা ও গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র গড়ে তুলছি৷ ভারতেও এমন ধরনের কিছু প্রয়োজন হবে৷ আমাদের ম্যানেজমেন্ট টিম বিষয়টি দেখছে।"

ধীরাজের কথায়, তাঁর সংস্থা আগামী ক'বছর উৎপাদন ক্ষমতা নিয়ে যথেষ্ট স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অশোক লেল্যান্ড ভারতের বাজারে সিএনজি চালিত মাল বহনকারী ট্রাক নিয়ে এসেছে। ট্রাকগুলির সিএনজি ট্যাঙ্ক পরিপূর্ণ থাকলে ৭০০ কিমি (শর্তসাপেক্ষে) রাস্তা নিশ্চিন্তে পার হয়ে যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Tags:    

Similar News