Smartphone Tips: মুঠোফোনে ভুলেও করবেন না এই তিনটি কাজ, হতে পারে জেল-জরিমানার মত শাস্তি

Update: 2022-07-19 09:30 GMT

স্মার্টফোন মানেই এখন হাতের মুঠোয় গোটা দুনিয়া! কারণ ফোনের ব্যবহার বর্তমানে শুধু যোগাযোগ মাধ্যম (পড়ুন কলিং বা মেসেজিং ডিভাইস) হিসেবেই সীমিত নেই, বরঞ্চ এখন ব্যক্তিগত ব্যবহার, শিক্ষা, ব্যবসা, উপার্জন, বিনোদন – নানা ধরণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। বলতে গেলে, এই একবিংশ শতাব্দীতে স্মার্টফোনের নেশায় একাংশ মানুষ আচ্ছন্ন! কিন্তু জানেন কি ফোনের ভুল ব্যবহার আপনাকে সমস্যায় ফেলতে পারে? এমনকি এই কারণে হতে পারে জেল-জরিমানাও? হ্যাঁ, রোজনামচার এই সঙ্গীর হাত ধরে তিনটি কাজ করলেই আপনি পড়তে পারেন বড় অস্বস্তিতে। আসুন, এখন দেখে নেওয়া যাক স্মার্টফোন ব্যবহারের সময় কোন কাজ ভুল করেও করা উচিত নয়।

স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে কখনই এই তিনটি ভুল করবেন না

১. স্মার্টফোনের মাধ্যমে কারো ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করলে জেলে যেতে হতে পারে। কারণ এটি সাইবার ক্রাইমের আওতায় পড়ে। তাই কখনই ভুল করে নিজের ফোন থেকে কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করবেন না।

২. ফোন থেকে বোমা বা অস্ত্র তৈরির সাথে সম্পর্কিত বিষয়গুলি কখনই সার্চ করবেন না। এই অসংবেদনশীল গতিবিধির কারণে বড়সড় ঝামেলা হতে পারে।

৩. ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে এমন কোনো আপত্তিকর বার্তা আপনার ফোন থেকে কাউকে পাঠাবেন না। এতে আপনাকে জেলে যেতে হতে পারে!

Tags:    

Similar News