Royal Enfield-কে টেক্কা দিতে আসরে Bajaj, ভারতে 350cc বাইক আনল Triumph এর সঙ্গে জোট বেঁধে

By :  SUMAN
Update: 2023-03-30 11:13 GMT

বহুজাতিক টু-হুইলার নির্মাতা ট্রায়াম্ফ (Triumph)-এর সাথে গাঁটছড়া বাঁধার পর বাজাজ (Bajaj) সিদ্ধান্ত নেয়, যে তারা যৌথভাবে ভারতীয় গ্রাহকদের জন্য ফিচারে ঠাসা এন্ট্রি-লেভেল, লাক্সারি মোটরসাইকেল আনবে। যা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সে কাজে হাত লাগিয়েছে সংস্থাদ্বয়। জানা গেছে, অবশেষে এ বছরই সেই মডেলটি বাজারে লঞ্চ করা হবে।

Bajaj-Triumph যৌথভাবে ভারতে মোটরসাইকেল আনছে

মোটরসাইকেলটি প্রিমিয়াম হলেও এর দাম তুলনামূলক কম রাখা হবে বলে জানিয়েছে বাজাজ-ট্রায়াম্ফ। তবে মোটরসাইকেলটির নাম এবং লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ করেনি সংস্থাদ্বয়। এদিকে বিশ্ববাজারে অফিসিয়ালি আত্মপ্রকাশের আগেই মহারাষ্ট্রের পুণের রাস্তায় বাইকটির টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে।

ফাঁস হওয়া ছবিতে বাইকটিতে ভারতের সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাক্সসরিজের দেখা মিলেছে। যেমন – শাড়ি গার্ড, একটি ফ্রন্ট নম্বর প্লেট হোল্ডার, এলইডি টেললাইট, সিঙ্গেল আপসোয়েপ্ট এগজস্ট, একটি রিয়ার মোনোশক, একটি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, পিলিয়ন ব্যাকরেস্ট। ক্রেতারা বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক সহ আসবে বলে আশা করছে।

Bajaj-Triumph টু-হুইলারের ফিচার ও প্রতিপক্ষ

যদি জল্পনা সত্যি হয়, তবে আসন্ন Bajaj-Triumph থাকবে একটি লিকুইড-কুল্ড ৩৫০-৪০০ সিসি ইঞ্জিন। যা থেকে ৩৫ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে। বাইকটির দাম ২-২.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলেই অনুমান। মূল্যের বিচারে মোটরসাইকেলটি প্রতিপক্ষ হিসেবে ধরা দেবে এদেশের টু-হুইলার সেগমেন্টে প্রথম সারির সংস্থা Royal Enfield। এছাড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে BMW G 310 R, KTM 390 Duke ও Honda CB300R।

Tags:    

Similar News