Google Maps: গুগল ম্যাপের উপর অন্ধ বিশ্বাসের ফল! বিকল্প রাস্তা ধরতেই গাড়ি গিয়ে পড়ল নদীতে

গুগল ম্যাপের উপর অতিরিক্ত ভরসা ডেকে আনল বিপদ। সোজা নদীর কিনারায় গিয়ে পৌঁছল গাড়ি। সম্প্রতি বেঙ্গালুরুর এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এই ঘটনা।

Update: 2024-11-14 12:31 GMT

গুগল ম্যাপের প্রতি অন্ধ বিশ্বাস ডেকে আনল বড় বিপদ। সম্প্রতি বেঙ্গালুরুর এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এই ঘটনা। নেট মহলে ছড়িয়ে পড়েছে সেই খবর। জানা গিয়েছে, ওই ব্যক্তি গুরুভায়াঙ্কেরের পরে ধর্মস্থল-নেলিয়াদি রুট নিতে যাচ্ছিলেন। কিন্তু, ম্যাপে দেখায় সেখানে তীব্র যানজট রয়েছে। সেই রুট এড়াতে গুরুভায়াঙ্কেরে-উপ্পিনানগাদি-নেলিয়াদির মধ্য দিয়ে একটি বিকল্প পথের পরামর্শ দেয় গুগল ম্যাপস, যা অনুসরণ করতে গিয়ে সোজা নদীর মাঝে পৌঁছে গেল গাড়ি।

জানা গিয়েছে, ওই রুটের রাস্তার অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তিনি গুগল ম্যাপের উপর বিশ্বাস করার সিদ্ধান্ত নেন। অ্যাপে অন্য একটি রুটে যাওয়ার বিকল্প দেখায়। প্রথম দিকে রাস্তা চওড়া ছিল, যা দেখে তিনি সন্তুষ্ট হোন। কিন্তু কিছুটা এগোনোর পর রাস্তা সংকীর্ণ হতে শুরু করে। তারপর একটি লেনে পরিণত হয় রাস্তাটি। অবশেষে তিনি এমন জায়গায় গিয়ে পৌঁছন যেখানে তাকে নেত্রাবতী নদীর উপর দিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেয় গুগল ম্যাপ।

এমন ঘটনা এর আগেও অনেকের সঙ্গে ঘটেছে। তাই গুগল ম্যাপকে অন্ধের মতো বিশ্বাস না করে যে রাস্তা দিয়ে যাবেন তার সম্পর্কে আগে পুরোপুরি নিশ্চিত হোন। এক্ষেত্রে কয়েকটি টিপস মেনে চলতে পারেন।

এর জন্য প্রথমে গুগল ম্যাপ ওপেন করে ডেস্টিনেশন সিলেক্ট করুন।

তারপর উপরে ডানদিকে ‘Layer’ অপশনে ট্যাপ করে ‘Satellite View’ অপশনে ক্লিক করুন।

এটি রাস্তা এবং এর আশেপাশের একটি পরিষ্কার চিত্র প্রদান করবে।

এলাকা এবং রাস্তার অবস্থা আরও ভালো করে দেখার জন্য জুম ইন করতে পারেন।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সম্প্রতি আরও একটি ফিচার ভারতে এনেছে গুগল ম্যাপ। এটি হল এয়ার কোয়ালিটি ইনডেক্স। আপনি যে এলাকায় ট্রিপ করতে চলেছেন বা যে এলাকায় থাকেন সেখানে বাতাসের গুণমান কেমন তা অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন। গুগল ম্যাপে এয়ার কোয়ালিটির রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

Tags:    

Similar News