মোবাইল ফটোগ্রাফি করতে চান? 30000 টাকার কমে কিনুন এই স্মার্টফোনটি, পাবেন DSLR-এর মত ক্যামেরা
আজকাল অধিকাংশই স্মার্টফোন কেনার সময় সেটির ক্যামেরা ফিচারের দিকে বেশি গুরুত্ব দেন। আর ইউজারদের এই চাহিদার কথা মাথায় রেখে, বর্তমানে বিভিন্ন কোম্পানিই তাদের হ্যান্ডসেটে শক্তিশালী ক্যামেরা লেন্স এবং নানাবিধ আকর্ষণীয় ফটোগ্রাফিক ফিচার প্রদান করে থাকে। বলতে গেলে মুঠোফোনের দৌলতে ফটোগ্রাফির প্রবণতা বেশ বেড়েছে! সেক্ষেত্রে আপনারও যদি মোবাইল ফটোগ্রাফির নেশা থাকে এবং এই মুহূর্তে আপনি কম দামে ভালো ক্যামেরা কোয়ালিটিযুক্ত একটি ফোন কিনতে চান, তাহলে Google Pixel 6a আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। অ্যান্ড্রয়েড নির্মাতা Google-এর এই নিজস্ব ফোনটিতে অন্যান্য সফ্টওয়্যারের সাথে দুর্দান্ত ফটোগ্রাফিক পারফরম্যান্স পাওয়া যায়। আর ই-কমার্স জায়ান্ট Flipkart-এর সাহায্যে এটি কিনতেও বেশি খরচ হবেনা।
এখন ডিসকাউন্টে কিনুন Google Pixel 6a
গুগল পিক্সেল ৬এ এই মুহূর্তে বাজারে নাথিং ফোন ১ (Nothing Phone 1), ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ (Samsung Galaxy A54) ইত্যাদি মিড রেঞ্জার মডেলের সাথে প্রতিযোগিতা চালাচ্ছে। সেক্ষেত্রে ভারতে গুগলের লেটেস্ট পিক্সেল ৭এ মডেল লঞ্চ হওয়ার দরুন এর পূর্বসূরীর দাম কমেছে। এখন ফ্লিপকার্টে পিক্সেল ৬এ (৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ) মডেল ৪৩,৯৯৯ টাকার বদলে ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরোনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করে এই ফোনটি কিনলে ২৭,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। এছাড়াও নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে প্রিপেইড পেমেন্ট বা ইএমআই ট্রানজাকশন করলে মিলবে আরও খানিকটা এক্সট্রা ডিসকাউন্ট।
Google Pixel 6a-এর স্পেসিফিকেশন: পাবেন দুর্দান্ত ক্যামেরা
গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনে রয়েছে ৬.১৪ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এটি গুগল টেন্সর প্রসেসর বহন করে, যার সাথে আছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এক্ষেত্রে ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে ৪,৪১০ এমএএইচ ব্যাটারিও অফার করবে।
তবে ফটোগ্রাফির ক্ষেত্রে গুগল পিক্সেল ৬এ লা-জবাব! এতে আছে ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২.২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে ইউজাররা ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন। এবার আপনি বলবেন যেখানে এখনকার অধিকাংশ ফোনে ১০৮ মেগাপিক্সেল লেন্স দেখা যায়, সেখানে এ আর এমন কী? সেক্ষেত্রে বলি, ক্যামেরা হার্ডওয়্যার খাতায় কলমে দুর্বল দেখালেও, এই পিক্সেল ফোনে উচ্চমানের ইমেজ আউটপুট মিলবে। এমনকি রাতের কম আলোতেও এই ফোনের সাহায্যে আকর্ষণীয় ছবি তোলা যাবে। এক কথায় গুগল পিক্সেল ৬এ ফটোগ্রাফির জন্য আদর্শ – এর ক্যামেরা ফ্লিপকার্টে ৪.৪ রেটিং প্রাপ্ত।