বাজেট যদি হয় ২০০০০ টাকার কম, তাহলে Redmi, Realme, Samsung, OnePlus-এর এই ফোন সেরা
Best Smartphones Under rs. 20,000 : বর্তমান সময়ে অধিকাংশ গ্রাহকই এমন স্মার্টফোন কিনতে আগ্রহী থাকেন, যেগুলিতে ফিচারের আধিক্যের পাশাপাশি দামের পরিসংখ্যানটিও কম থাকবে। আপনিও যদি সেই দলে থাকেন তাহলে বলি, Realme 9 5G Speed Edition, Samsung Galaxy M33 5G, Infinix Note 12 Pro 5G, OnePlus Nord CE 2 Lite এবং Redmi Note 11T 5G স্মার্টফোনগুলি এই সেগমেন্টের সেরা মডেল হবে। এগুলিতে, উন্নত ডিসপ্লে প্যানেল, আকর্ষণীয় ক্যামেরা ফ্রন্ট, অ্যাডভান্স চিপসেট, সিকিউরিটি ফিচার এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে, আর দাম থাকবে ২০,০০০ টাকারও কম। ফলে একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার ফিচার চাহিদা এবং বাজেট যদি এরূপ থাকে, তবে আমাদের প্রতিবেদন থেকে উল্লেখিত মডেলগুলির দাম ও ফিচারের বিশদ জেনে নিতে পারেন।
২০,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা স্মার্টফোনের তালিকা
Realme 9 5G Speed Edition : রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির (১০৮০x২৪২১ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮৪.১% স্ক্রিন-টু-বদি রেশিও সাপোর্ট করে। এটি অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি প্রসেসরের সাথে সজ্জিত হয়ে এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি তোলার জন্য ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমির এই ৫জি স্মার্টফোনে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে, যা ৩০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দাম : Realme 9 5G Speed Edition ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।
Samsung Galaxy M33 5G : স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই ফোনে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
দাম : Samsung Galaxy M33 5G স্মার্টফোনের ৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে যথাক্রমে ১৭,৯৯৯ টাকায় এবং ১৯,৪৯৯ টাকায় কেনা যাবে।
Infinix Note 12 Pro 5G : ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইল এবং এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৭০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য, উক্ত ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম ওএস দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই মডেলে, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে৷ আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
দাম : ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আগত Infinix Note 12 Pro 5G মডেলের দাম ১৭,৯৯৯ টাকা।
OnePlus Nord CE 2 Lite : ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনএস ১২.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে অবস্থিত ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।
দাম : OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।
Xiaomi Redmi Note 11T 5G : ডুয়েল সিমের রেডমি নোট ১১টি ৫জি ফোনে আছে, একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ এসেছে এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসে, মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন চালিত। ফোনটি ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য উক্ত ডিভাইসের রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। আবার, ফোনটির ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি একক চার্জে দু-দিন পর্যন্ত সক্রিয় থাকবে বলে সংস্থার দাবি।
দাম : Xiaomi Redmi Note 11T 5G ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা।