১০ হাজার টাকার কমে মোবাইল ফোন, Redmi, Realme, Poco, Infinix-র এই মডেলগুলি সেরা
স্মার্টফোন ব্যবহারের ঝোক মানুষের মধ্যে এখন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার দরুন প্রায় সারা বছর জুড়েই নিত্যনতুন হ্যান্ডসেটের আগমন ঘটতেই থাকছে। ভারত ও বাংলাদেশের মতো দেশের ক্রেতাদের মধ্যে একটি অংশ এমন স্মার্টফোনের চাহিদা রাখেন, যা বৈচিত্র্যময় ফিচারের পাশাপাশি সাশ্রয়ী প্রাইজ ট্যাগের সাথেও আসবে। তাই আজকাল বহু নামিদামি টেক সংস্থা, বাজেট, মিড-রেঞ্জ, প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছাড়াও এন্ট্রি-লেভেল মডেলও লঞ্চ করছে। এধরণের হ্যান্ডসেটে, তথাকথিত স্মার্টফোনের ন্যায় যাবতীয় বেসিক সুযোগ-সুবিধা উপলব্ধ। এমনকি কিছু লো-এন্ড মডেলে ভার্চুয়াল র্যামের সাপোর্টও পাওয়া যাচ্ছে। আপনারা যারা এমনই একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাদের আজ আমরা ভারতীয় বাজারে উপলব্ধ ৫টি সেরা হ্যান্ডসেটের খোঁজ দেব, যেগুলিকে ১০,০০০ টাকারও কম খরচ করে কিনেন নেওয়া যাবে।
১০,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের তালিকা
Redmi 10A : ৮,৪৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)
ডুয়েল-সিমের শাওমি রেডমি ১০এ ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। উক্ত ফোনটি ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে রান করবে। আর স্টোরেজ হিসাবে, এই ফোনে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত মেমরি উপলব্ধ। ফটোগ্রাফির জন্য, আলোচ্য ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ায় ব্যাকআপের জন্য শাওমি রেডমি ১০এ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, নিরাপত্তার জন্য এতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
Realme C30 : ৭,৪৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)
অন্যন্য ভার্টিক্যাল স্ট্রাইপ ডিজাইনের সাথে আসা রিয়েলমি সি৩০ স্মার্টফোনে, একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে।পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর ইউনিসক টি৬১২ (Unisoc T612) প্রসেসর ব্যবহার করা হয়েছে। সি-লাইনআপের এই লেটেস্ট মডেলে ৩ জিবি পর্যন্ত র্যাম ও ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই নবাগত মডেলে ৮ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ওয়াট চার্জিং স্পিড সমর্থন করে। আর সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একবার চার্জে পুরো একদিন পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে।
Poco C3 : ৭,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)
পোকো সি৩ ফোনে ২০:৯ এসপেক্ট রেশিও সমর্থিত একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১,৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিনে রান কবে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত রম বর্তমান। ফটোগ্রাফির জন্য পোকো সি৩ স্মার্টফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য পোকো সি৩স স্মার্টফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme Narzo 30A : ৮,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)
রিয়েলমি নারজো ৩০এ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x৭২০ পিক্সেল) মিনি ড্রপ নচ ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৫৭০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য নারজো সিরিজের এই ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম পোর্ট্রেট সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল এইচডি এআই ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৮ ওয়াট কুইক চার্জ সাপোর্ট করে।
Infinix Hot 12 Play : ৮,৪৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)
ইনফিনিক্স হট ১২ প্লে ফোনে আছে একটি ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১,৬১২ পিক্সেল) IPS TFT ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইল এবং এটি ৯০ হার্টজ ফ্লুইড রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। উক্ত হ্যান্ডসেটে ইউনিসক টি৬১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ (XOS 10) ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ফোনটি ৩ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। ছবি তোলার জন্য উক্ত ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স হট ১২ প্লে স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।