মাত্র ১০ টাকা বেশি খরচ করলেই পাওয়া যাবে ৬ জিবি অতিরিক্ত ডেটা! Airtel-এর জোড়া সস্তা ডেটা প্ল্যান সম্পর্কে জেনে নিন
যত দিন যাচ্ছে, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel (ভারতী এয়ারটেল)-এর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চলতি সময়ে দেশের বাকি দুই শীর্ষস্থানীয় টেলিকম সংস্থার (Jio এবং Vodafone Idea) গ্রাহক হারানোর খবর শোনা গেলেও বিভিন্ন রিপোর্টে দিন-কে-দিন Airtel-এর ইউজারবেস বৃদ্ধি পাওয়ার চাক্ষুষ প্রমাণ মিলছে। সেক্ষেত্রে আপনিও যদি Airtel-এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। এখানে আমরা আপনাদেরকে সংস্থার এমন দুটি সস্তা অথচ আকর্ষণীয় ডেটা প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যেগুলির মধ্যে দামের ফারাক মাত্র ১০ টাকা, কিন্তু ইউজাররা ৬ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ পাবেন! তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, প্ল্যান দুটির ভ্যালিডিটি আপনার বিদ্যমান রিচার্জ প্ল্যানের মেয়াদের সমান হবে। আসুন এই প্ল্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।
Airtel-এর ১০৮ টাকার ডেটা প্ল্যান
এই সস্তা এয়ারটেল প্ল্যানের মাধ্যমে কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য ৬ জিবি হাই-স্পিড ডেটা অফার করে থাকে। উপরন্তু অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে রয়েছে ৩০ দিনের জন্য Amazon Prime Video Mobile Edition-এর ফ্রি ট্রায়াল, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।
Airtel-এর ১১৮ টাকার ডেটা প্ল্যান
এয়ারটেল এই প্রিপেইড প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীদের ১২ জিবি হাই-স্পিড ডেটা প্রদান করে। তবে এই প্ল্যানে কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে না।
প্ল্যান দুটির পার্থক্য
স্পষ্টতই দেখা যাচ্ছে যে, ১০৮ টাকার প্ল্যানে ৬ জিবি এবং ১১৮ টাকার প্ল্যানে ১২ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। অর্থাৎ, ১০ টাকা বেশি খরচ করলেই পাওয়া যাবে ৬ জিবি অতিরিক্ত ডেটা খরচের সুযোগ! ফলে খুব স্বাভাবিকভাবেই ১১৮ টাকার প্ল্যানটি রিচার্জ করাই অধিক লাভজনক বলে বিবেচনা করা যেতে পারে।
তবে সবশেষে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে, এই প্ল্যান দুটি কিন্তু ডেটা প্ল্যান; অর্থাৎ, এগুলিতে আনলিমিটেড ভয়েস কল কিংবা এসএমএস-এর সুবিধা উপলব্ধ নয়। তাছাড়া উপরে উল্লিখিত দুটি এয়ারটেল ডেটা প্যাকের মেয়াদই আপনার বিদ্যমান প্ল্যানের ভ্যালিডিটির সমান হবে।