ভোপাল হবে ভারতের প্রথম 5G এনাবল স্মার্ট সিটি, ঘোষণা সরকারের
মুম্বই, নয়া দিল্লি, লক্ষ্ণৌ বা বেঙ্গালুরু নয়, দেশের প্রথম 5G-চালিত স্মার্ট সিটি হতে চলেছে মধ্যপ্রদেশের ভোপাল। আজ্ঞে হ্যাঁ, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে (Twitter) মধ্যপ্রদেশ সরকারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমনটাই দাবি করা হয়েছে। সরকারি টুইটের বক্তব্য, আগামী চার মাসের মধ্যে ভোপালের নির্বাচিত অঞ্চলে পাইলট 5G প্রকল্পের দরুন উচ্চগতির ইন্টারনেট পরিষেবা মিলবে। সেক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকারের সঙ্গী হবে দেশের প্রধান টেলকোগুলির মধ্যে যে কোনো একটি সংস্থা। অবশ্য Jio, Airtel না Vi - কাদের সাথে জোট বেঁধে ভোপাল 5G-চালিত স্মার্ট সিটিতে পরিণত হতে চলেছে সেটা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, বিগত ফেব্রুয়ারি মাসে (২০২২) লোকসভায় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রকাশ্যে জানান যে, চলতি বছরের শেষ পর্বে সারা দেশে 5G পরিষেবা ছড়িয়ে পড়তে চলেছে। সেক্ষেত্রে বছরের মাঝামাঝি নাগাদ 5G স্পেকট্রাম নিলামের আয়োজন করা হতে পারে বলে সেসময় অর্থমন্ত্রী দাবি করেন। যদিও এ ব্যাপারে এখনো নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা আমরা শুনতে পাইনি।
5G সাইট বিশিষ্ট শহরের তালিকায় নেই ভোপাল
প্রসঙ্গত বলে রাখা দরকার, DoT অর্থাৎ কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের বক্তব্য অনুযায়ী বর্তমানে কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, গুরগাঁও, চন্ডীগড়, দিল্লি, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ, পুুনে এবং গান্ধীনগর শহরে 5G সাইটের অস্তিত্ব রয়েছে। লক্ষ্য করার মতো বিষয় হলো এই তালিকায় কোথাও ভোপাল শহরের নাম নেই। অথচ মধ্যপ্রদেশ সরকারের টুইটে উল্লেখ, আর মাত্র চার মাসের মধ্যেই ভোপালে উচ্চগতির 5G ইন্টারনেট পরিষেবার দেখা মিলবে, যাকে কেন্দ্র করে সম্প্রতি জল্পনার সৃষ্টি হয়েছে।
মধ্যপ্রদেশ সরকার ভোপালে 5G চালুর কথা বললেও Reliance Jio, Airtel বা Vi প্রমুখ দেশের প্রধান টেলিকম অপারেটর সংস্থাগুলি কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে কিছুদিন আগে Airtel -এর তরফ থেকে একথা সাফ জানানো হয়েছে যে এই মুহূর্তে 5G রোলআউটের দরকার পড়লে সেজন্য তারা পুরোপুরি প্রস্তুত। অবশ্য স্পেক্ট্রাম নিলামের বন্দোবস্ত না হলে যে কোনো টেলকোর পক্ষেই 5G রোলআউট করা সম্ভব নয়, সেকথা বলা বাহুল্য।
5G রোলআউটের আগে গ্রাহকদের জন্য সুখবর
এদিকে 5G রোলআউটের আগে টেলিকম পরিষেবা ব্যবহারকারীদের জন্য সবথেকে বড় সুখবর সামনে এনেছে এয়ারটেল। সংস্থার বক্তব্য, 5G নেটওয়ার্ক ব্যবহারের জন্য গ্রাহকদের কোনওরকম বাড়তি খরচ করতে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে বিদ্যমান 4G মাশুলের বিনিময়েই গ্রাহকেরা আসন্ন 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। এখন এয়ারটেলের মতো দেশের অপরাপর টেলকোগুলি এ পথে হাঁটলে গ্রাহকেরা যে তার দ্বারা বেশ উপকৃত হবেন তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।