Apple কিংবা Microsoft নয়, বরঞ্চ এই কোম্পানির Android স্মার্টফোন ব্যবহার করেন ধনকুবের বিল গেটস

By :  techgup
Update: 2022-05-23 08:53 GMT

Microsoft (মাইক্রোসফট)-এর সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস (Bill Gates)-এর নাম কে না জানে! গোটা দুনিয়া জুড়ে রয়েছে তার অগণিত ভক্ত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার অনুসরণকারীর সংখ্যাও নেহাত কম নয়। এদিকে এমনিতেই সেলিব্রিটিদের লাইফস্টাইল নিয়ে ভক্তদের মধ্যে প্রবল কৌতূহল দেখা যায়, আর বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির রোজনামচা তথা দৈনন্দিন ব্যবহৃত জিনিসগুলির সম্পর্কে জানতে যে ইউজাররা বেশ ভালোরকম আগ্রহী হবেন, সেটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রযুক্তিপ্রেমীদের অনেকেই জানতে চান যে Microsoft-এর কর্ণধার কী ধরনের স্মার্টফোন ব্যবহার করেন এবং সেটি কোন সংস্থার। এই নিয়ে অনেকে স্বাভাবিকভাবেই প্রিমিয়াম কোম্পানিগুলির ধারণা করেন।

মনে করা হয় যে, বেশিরভাগ নামজাদা সেলিব্রিটিদের মতো বিল গেটসও নিশ্চয়ই অ্যাপল (Apple)-এর দামি আইফোন (iPhone) ব্যবহার করেন। আবার অনেকেরই ধারণা, তার হাতের মুঠোয় হয়তো মাইক্রোসফটেরই সারফেস ডুয়োর (Microsoft Surface Duo) স্মার্টফোনটি রয়েছে। কিন্ত না, সবাইকে হতাশ করেন সম্প্রতি বিল গেটস জানালেন যে তিনি মাইক্রোসফটের তৈরি কোনো স্মার্টফোন কিংবা আইফোন ব্যবহার করেন না। বরং বিশ্বের অন্যতম ধনকুবেরের হাতে যে ফোনটি শোভা পায়, সেটি আসলে একটি জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন যার নাম স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ (Samsung Galaxy Z Fold 3)।

9to5Google-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আয়োজিত হয়েছিল রেডিট (Reddit)-এর আস্ক মি এনিথিং (Ask Me Anything) সেশন, যেখানে নামিদামি মানুষদের যে-কোনো প্রশ্ন করার সুযোগ পান ইউজাররা। এই অনুষ্ঠানেই বিল গেটসের কাছে তার অনুরাগীরা জানতে চান যে তিনি কোন স্মার্টফোন ব্যবহার করেন। ভক্তদের নিরাশ না করে এই প্রশ্নের জবাবে বিশ্বের অন্যতম ধনকুবের জানান যে, অ্যান্ড্রয়েড ফোনই তার প্রথম পছন্দ এবং তার ব্যবহৃত ফোনটি হল স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩। উল্লেখ্য যে, এর আগেও এই ধরনের একাধিক প্রশ্নের জবাবে বিল গেটস বরাবরই জানিয়েছেন যে, তিনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, তবে মডেলটির সম্পর্কে বিস্তারিতভাবে কিছু প্রকাশ্যে আনেননি। কিন্তু এবার অবশেষে এই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে ভক্তদের দিল খুশ করে দিলেন মাইক্রোসফট কর্তা।

কিন্তু বিশ্বের প্রথিতযশা কোম্পানিগুলির পাশাপাশি নিজের মাইক্রোসফটের ফোন ছেড়ে স্যামসাং-এর এই ফোল্ডেবল স্মার্টফোনটি বেছে নেওয়ার কারণ কী? এর উত্তরে বিল গেটস জানিয়েছেন যে, শুধুমাত্র স্ক্রিনের জন্যই তিনি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ব্যবহার করেন। কারণ ফোনটির স্ক্রিন বেশ বড়ো এবং ফোল্ডেবল, ফলে এটিকে পোর্টেবল পিসি হিসেবে ব্যবহার করা যায়। তবে অনেকেই আবার এর পিছনে অন্য কারণ আছে বলে মনে করছেন। আসলে মাইক্রোসফটের সঙ্গে স্যামসাং-এর মধুর সম্পর্ক রয়েছে, সংস্থার বিভিন্ন ডিভাইসেই উইন্ডোজ ব্যবহার করা হয়; আর সে কারণেই নাকি বিশ্বের অন্যতম ধনকুবেরের প্রথম পছন্দ স্যামসাং। যদিও অনেকেই মনে করছেন যে, বিল গেটসের চাহিদা হয়তো পূরণ করতে পারছে না মাইক্রোসফটের স্মার্টফোন, তাই তিনি অন্য ব্র্যান্ডেই আস্থা রাখছেন।

Samsung Galaxy Z Fold 3-এর দাম এবং স্পেসিফিকেশন

আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে এখন নিশ্চয়ই আপনাদের স্যামসাং-এর এই ফোল্ডেবল স্মার্টফোনটির সম্পর্কে একটু বিশদে জানতে ইচ্ছে করছে। কারণ বিল গেটস যখন ব্যবহার করেন, তখন খুব স্বাভাবিকভাবেই আইফোন কিংবা অন্যান্য নামিদামি মডেলের চেয়ে স্যামসাং-এর এই হ্যান্ডসেটটি যে কোনো অংশেই কম নয়, সেকথা বলাই বাহুল্য। দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩-এর বেস ভ্যারিয়েন্টটি (১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ) ভারতে ১,৪৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। আবার, ফোনটির ৫১২ জিবি স্টোরেজ মডেলটির দাম ১,৫৭,৯৯৯ টাকা। স্মার্টফোনটি ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম গ্রিন কালার অপশনে মার্কেটে উপলব্ধ। এই মডেলটিতে রয়েছে ৬.২ ইঞ্চি এইচডি+ অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আনফোল্ড করা হলে ফোনটির ডিসপ্লে সাইজ হয় ৭.৬ ইঞ্চি। এই হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৪,৪০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।

Tags:    

Similar News