প্রতি সেকেন্ডে 300Mb স্পিড, BSNL নাকি Jio নাকি Airtel-র প্ল্যান সেরা হবে জেনে নিন

By :  SUPARNAMAN
Update: 2022-03-28 11:52 GMT

হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানের কথা বলতে গেলে BSNL, Jio, Airtel প্রমুখ ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন ফায়দার সাথে উপলব্ধ রিচার্জ বিকল্প নিয়ে বাজারে হাজির। বিশেষ করে উপরের তিন সংস্থাই বর্তমানে গ্রাহকদের ৩০০ এমবিপিএস (Mbps) দ্রুততার প্ল্যান অফার করে থাকে। আপাতভাবে দেখতে গেলে ৩০০ এমবিপিএস দ্রুততার সাথে আগত BSNL ব্রডব্যান্ড প্ল্যান বেছে নিলে বাড়তি ডেটা সুবিধা পাওয়া গেলেও, ওটিটি (OTT) সুবিধা প্রদানের ক্ষেত্রে Airtel ও Jio ব্রডব্যান্ড প্ল্যান অনেক এগিয়ে রয়েছে। নিচে ৩০০ এমবিপিএস (Mbps) দ্রুততায় ইন্টারনেট ব্যবহারের পক্ষে উপযুক্ত BSNL, Airtel এবং Jio ব্রডব্যান্ড প্ল্যানের বিভিন্ন সুবিধাগুলি উল্লেখ করা হলো।

৩০০ এমবিপিএস গতির BSNL প্ল্যান

বিএসএনএলের 'ফাইবার আল্ট্রা' (Fibre Ultra) ব্রডব্যান্ড প্ল্যান বেছে নিলে গ্রাহক ৩০০ এমবিপিএস দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহারের ছাড়পত্র পাবেন। এই প্ল্যানের বাজারমূল্য ১,৪৯৯ টাকা। ফায়দার কথা বলতে গেলে এই প্ল্যান গ্রাহকদের ৪,০০০ জিবি পর্যন্ত হাই-স্পিড ( ৩০০ মেগাবাইট প্রতি সেকেন্ড) ডেটা খরচের সুযোগ দেবে, যার পরে ইন্টারনেট গতি ৪ এমবিপিএসে নেমে আসবে। ডেটা সুবিধা ছাড়া আলোচ্য বিএসএনএল প্ল্যান রিচার্জ করলে প্রতি মাসে অফুরন্ত লোকাল ও এসটিডি কল করার অনুমতি পাওয়া যাবে। উপরন্তু এই প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar অ্যাক্সেস প্রদান করবে, যা এর অন্যতম আকর্ষণীয় দিক। উল্লেখ্য, এই মুহূর্তে ৩০০ এমবিপিএস গতির বিএসএনএল প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা প্রথম মাসের খরচের উপরে সর্বোচ্চ ৫০০ টাকা ছাড়া পেতে পারেন।

৩০০ এমবিপিএস গতির Jio প্ল্যান

এই প্ল্যান রিচার্জের জন্য আগ্রহীকে প্রথমে JioFiber কানেকশন গ্রহণ করতে হবে। বর্তমানে পুরো ৩০ দিনের মেয়াদে উপলব্ধ ৩০০ এমবিপিএস গতির JioFiber প্ল্যানের মূল্য ১,৪৯৯ টাকা। এটি উচ্চ গতিতে ৩.৩ টিবি বা ৩,৩০০ জিবি পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচ সহ অফুরন্ত ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। এই প্ল্যান রিচার্জের ফলে জিও গ্রাহকেরা একই আপলোড ও ডাউনলোড গতিতে (৩০০ মেগাবাইট প্রতি সেকেন্ড) ডেটা ব্যবহার করতে পারবেন।

এছাড়াও উপরের জিওফাইবার ব্রডব্যান্ড প্ল্যান Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar সহ মোট ১৩টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্রদান করবে। এক্ষেত্রে গ্রাহকরা Amazon Prime Video'র এক বছরের অ্যাক্সেস বিনামূল্যে পাবেন। তবে মনে রাখতে হবে আমাদের প্রতিবেদনে জিএসটি মূল্য বাদ দিয়ে এই প্ল্যানের খরচ উল্লেখ করা হয়েছে। ফলে বাস্তবে প্ল্যান ব্যবহারকারীদের আরো কিছু টাকা অতিরিক্ত খরচ হতে পারে।

৩০০ এমবিপিএস গতির Airtel প্ল্যান

Airtel Xstream Fiber গ্রাহকেরা আলোচ্য গতিতে ইন্টারনেট ব্যবহারের জন্য ১,৪৯৯ টাকার 'Professional' প্ল্যান চয়ন করতে পারেন। এটি Amazon Prime Video সহ এক বছরের Disney+ Hotstar Super ও Wync Music সাবস্ক্রিপশন প্রদান করবে। এছাড়া Airtel Thanks Benifits -এর সাথে বিদ্যমান এয়ারটেলের আলোচ্য প্ল্যান রিচার্জকারীরা ৩০০ এমবিপিএস গতিতে সর্বাধিক ৩.৫ টিবি বা ৩,৫০০ জিবি ডেটা খরচ ও সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা উপভোগ করতে পারবেন। বর্তমানে এই প্ল্যান দিল্লিতে বসবাসকারী এয়ারটেল গ্রাহকদের জন্য উপলব্ধ। সেক্ষেত্রে দেশের অন্যান্য স্থানে প্ল্যানটির মূল্যে হ্রাসবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Tags:    

Similar News