স্বদেশী 4G পরিষেবা এনে Jio, Airtel, Vi দের ঘুম ওড়াতে পারে BSNL

By :  SUPARNAMAN
Update: 2022-04-12 04:13 GMT

আর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) -এর সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তির উপর নির্ভরশীল 4G পরিষেবা। যদিও একই সময়ে অগ্রগণ্য বেসরকারি টেলিকম পরিষেবা সরবরাহকারীরা ভাবী প্রজন্মের 5G নেটওয়ার্ক লঞ্চ করে BSNL -এর নিরিখে অনেকটাই এগিয়ে থাকবে। অবশ্য এজন্য রাষ্ট্রয়ত্ত টেলকোর অনুরাগী ও সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ দেরিতে হলেও BSNL অবশেষে 4G পরিষেবার অধীনে গ্রাহক অন্তর্ভুক্তির সুযোগ পেতে চলেছে। আর একথা প্রায় সকলেই জানেন যে 5G নেটওয়ার্ক লঞ্চের পরেও, ভবিষ্যতে 4G পরিষেবার প্রতি মানুষের নির্ভরশীলতা কমার কোনো কারণ এখনো দেখা যায়নি। ফলে উন্নত পরিষেবা সরবরাহ করলে BSNL দেশীয় 4G বাজারে বেশ জাঁকিয়ে বসতে পারে।

৬,০০০ 4G সাইট স্থাপনের লক্ষ্যে TCS -কে ৫৫০ কোটি টাকার বরাত দিয়েছে BSNL

এ ব্যাপারে হয়তো অনেকেই অবগত যে দেশে বিভিন্ন প্রান্তে নতুন ৬,০০০ 4G সাইট তৈরীর জন্য বিএসএনএল সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস'কে (TCS) ৫৫০ কোটি টাকার বরাত দিয়েছে। ফলে নির্বাচিত এলাকাগুলিতে টিসিএস উন্নত গুণমানের 4G পরিষেবা সরবরাহের উপযোগী যন্ত্রাংশ, টাওয়ার, অ্যান্টেনা প্রভৃতি স্থাপন করবে। এর ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে টিসিএস'কে শীঘ্রই আরো ৬,০০০ 4G সাইট নির্মাণের বরাত দেওয়া হবে বলে শোনা গিয়েছে।

আসলে উপরোক্ত প্রক্রিয়ায় বিএসএনএল আগামী কয়েক মাসের মধ্যেই সারা দেশে প্রায় ১ লক্ষ ১২ হাজার 4G সাইট স্থাপনের লক্ষ্যমাত্রা স্থির করেছে। তাছাড়া এর সাথে সংস্থাটি গোপনে এনএসএ (NSA) অর্থাৎ নন-স্ট্যান্ডঅ্যালোন 5G প্রযুক্তির উপরে কাজ করছে বলে খবর। সেক্ষেত্রে আসন্ন কয়েকদিনের মধ্যে 4G ছাড়াও রাষ্ট্রায়ত্ত সংস্থার এনএসএ 5G নেটওয়ার্ক লঞ্চ হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

গ্রাহক-অসন্তোষকে পুঁজি করে লাভবান হতে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থা

উল্লেখ্য, বর্তমানে কার্যকর 4G পরিষেবার জন্য ভারতীয় গ্রাহকরা মূলত তিনটি বেসরকারি টেলকো, যথা - Reliance Jio, Airtel এবং Vodafone Idea বা Vi -এর উপরেই নির্ভরশীল। এক্ষেত্রে তাদের পক্ষে বাড়তি কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগ নেই। কিন্তু সত্যি কথা বলতে গেলে সম্প্রতি উক্ত তিন প্রাইভেট টেলকোর পরিষেবার উপরেই কোটি কোটি গ্রাহক বেশ অসন্তুষ্ট। কিন্তু উপায় না থাকার ফলে এদের বাইরে গিয়ে তাদের তরফে অন্য কোনো সংস্থার 4G কানেকশন গ্রহণ করা সম্ভব নয়। সেদিক থেকে গ্রাহক অসন্তোষকে পুঁজি করে 4G পরিষেবার বাজারে বিএসএনএল জাঁকিয়ে বসতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

অবশ্য আগামীদিনে দেশীয় প্রযুক্তি-নির্ভর নিজস্ব 4G নেটওয়ার্কের আওতায় গ্রাহক টানতে হলে BSNL -কে অপেক্ষাকৃত উন্নত গুণমানের পরিষেবা সরবরাহে জোর দিতে হবে। সেক্ষেত্রে নতুন গ্রাহকেরা BSNL 4G কানেকশনের প্রতি যত বেশি আকৃষ্ট হবেন, বেসরকারি Jio, Airtel, Vi প্রমুখের উপরে পরিষেবা সরবরাহের চাপ ততটাই কমবে। এতে সার্বিকভাবে 4G পরিষেবায় কিছুটা উন্নতি আসতে পারে।

Tags:    

Similar News