বন্ধ হয়ে যাচ্ছে BSNL এর সবচেয়ে সস্তা দুটি প্ল্যান, এই তারিখের আগে রিচার্জ করুন
আপনি যদি সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited বা BSNL-এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর! আসলে সংস্থাটি খুব শীঘ্রই দুটি ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান বন্ধ করতে চলেছে। উল্লেখ্য যে, আলোচ্য প্ল্যান দুটি খুবই সাশ্রয়ী মূল্যে এন্ট্রি-লেভেল বেনিফিট অফার করতো। চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্ল্যানগুলি চালু করেছিল BSNL। তবে আচমকাই কমদামি এই প্ল্যান দুটি বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার গ্রাহকরা যে বেশ ভালোরকম মুশকিলে পড়বেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। চলুন, আগামী দিনে BSNL যে দুটি প্ল্যান বন্ধ করে দিতে চলেছে, সেগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।
খুব শীঘ্রই এই দুটি সস্তার ব্রডব্যান্ড প্ল্যান বন্ধ করে দিতে চলেছে BSNL
এই প্রতিবেদনে আমরা যে প্ল্যান দুটির কথা বলছি, সেগুলির প্রতিটির দাম ২৭৫ টাকা। তবে দাম একই হলেও প্ল্যান দুটির সুবিধা কিছুটা আলাদা। একটি প্ল্যানে ৩০ এমবিপিএস স্পিডে ৩৩০০ জিবি ডেটা পাওয়া যায়, এবং অন্যটি ৬০ এমবিপিএস স্পিডে ৩৩০০ জিবি ডেটা অফার করে। তবে এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে ২ এমবিপিএস হয়ে যায়।
এক্ষেত্রে বলে রাখি, দুটি প্ল্যানেরই মেয়াদ ৭৫ দিন। উভয় প্ল্যানেই ইউজাররা একটি ফ্রি ফিক্সড-লাইন ভয়েস কলিং কানেকশন পান; তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, ব্যবহারকারীদেরকে কিন্তু নিজেদের গাঁটের কড়ি খরচ করেই এই ভয়েস কলিং ইন্সট্রুমেন্টটি (যন্ত্র) কিনতে হয়। বিএসএনএল এই প্ল্যান দুটিতে কোনো ওটিটি (OTT) বেনিফিট অফার করে না। তদুপরি, প্ল্যান দুটির উক্ত মূল্যের মধ্যে জিএসটি (GST)-ও অন্তর্ভুক্ত নয়।
আগামী ১৫ নভেম্বর থেকে প্ল্যান দুটি বন্ধ হয়ে যাচ্ছে
প্রসঙ্গত উল্লেখ্য যে, আলোচ্য প্ল্যানগুলি কেবলমাত্র একটি সীমিত সময়ের জন্য উপলব্ধ। BSNL-এর তরফে জানানো হয়েছে যে, আগামী ১৫ নভেম্বর থেকে এই প্ল্যান দুটি বন্ধ হয়ে যাচ্ছে। তাই গ্রাহকরা যদি এই প্ল্যানগুলি রিচার্জ করতে চান, তবে তাদেরকে ১৫ নভেম্বরের আগেই তা করে ফেলতে হবে।