অর্থাভাবে ভুগছে BSNL, টেলিকমের পর ব্রডব্যান্ডের ব্যবসায় রক্তক্ষরণ

By :  SUPARNAMAN
Update: 2022-02-19 13:04 GMT

একদা ওয়্যারলাইন বা ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের দেশীয় বাজারে BSNL এক নম্বর সংস্থা হিসেবে পরিগণিত হতো। কিন্তু বর্তমানে রাজার মুকুট, রাজার সাজ খুইয়ে সংস্থাটি আলোচ্য পরিষেবা সরবরাহের ক্ষেত্রে বেসরকারি টেলকোদের তুলনায় পিছিয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে (২০২১) শক্তিশালী Reliance Jio'র কাছে পরাজয় মেনে BSNL ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসে। এরপর ডিসেম্বরে একই ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা Airtel -এর কাছে ধরাশায়ী হলো, যা তাদের কাছে যথেষ্ট দুর্ভাবনার বিষয়।

উন্নত Fiber পরিকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থের অভাবে ভুগছে BSNL

বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের পক্ষে প্রয়োজনীয় উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে ব্যর্থ বিএসএনএল। বর্তমানে অর্থের অভাবে ধুঁকতে থাকা এই সংস্থা ফাইবার পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে পিছিয়ে রয়েছে। সেদিক দিয়ে রিলায়েন্স জিও এবং এয়ারটেল, রাষ্ট্রায়ত্ত BSNL -এর তুলনায় বহুগুণ এগিয়ে গিয়েছে যার পূর্ণ সুফল পাচ্ছে তারা। বিপরীতে বেসরকারি টেলকোগুলির তুলনায় অপেক্ষাকৃত সস্তা ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হলেও লক্ষ লক্ষ গ্রাহক বিএসএনএলের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে সামনে এসেছে।

এদিকে প্রয়োজনীয় অর্থের যোগানে অভাব না থাকায় এয়ারটেল এবং জিও তাদের ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে দেশের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে যাচ্ছে। সেই সমস্ত স্থানে অসংখ্য নতুন উপভোক্তা এই দুই সংস্থার ব্রডব্যান্ড পরিষেবা গ্রহণ করছেন যার ফলে আলোচ্য পরিসরে সংস্থাদ্বয়ের বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, নির্বাচিত হাই-এন্ড ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে বিএসএনএল গ্রাহকদের Disney+ Hotstar পরিষেবা সরবরাহ করে থাকে। এই মুহূর্তে অন্য কোনও ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (ISP) উক্ত সুবিধা প্রদান করেনা।

ইন্টারনেট পরিষেবার বাজার ধরতে হাজির Vodafone Idea -র 'You Broadband'

উল্লেখ্য, ইন্টারনেট গ্রাহকদের বাজার ধরতে ভোডাফোন আইডিয়া বা Vi সম্প্রতি তাদের 'You Broadband' পরিষেবা লঞ্চ করেছে। যদিও এখনো তা দেশের অল্প কয়েকটি শহরেই সীমাবদ্ধ। সেক্ষেত্রে সারাদেশে এই পরিষেবা ছড়িয়ে দিতে হলে Vi গোষ্ঠীকে যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। কিন্তু এখনো সংস্থাটিকে এ ব্যাপারে কোনো বড় উদ্যোগ নিতে দেখা যায়নি।

সর্বোপরি বলা দরকার যে ভবিষ্যতে ব্রডব্যান্ড পরিষেবার বাজারে প্রতিদ্বন্দ্বিতা আরো বৃদ্ধি পাবে। কারণ স্থানীয় বা আঞ্চলিক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীরাও বর্তমানে আকর্ষণীয় বহু অফারের সাথে বাজারে অবতীর্ণ হচ্ছে। তাই হারিয়ে যাওয়া গ্রাহক-ভিত্তি পুনরুদ্ধার করতে হলে BSNL -কে, Jio ও Airtel ছাড়া আঞ্চলিক আইএসপিগুলিকেও (ISP) পেছনে ফেলতে হবে।

Tags:    

Similar News