Meta: হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ২১৩ কোটি টাকা জরিমানা করল ভারতীয় সংস্থা
সিসিআই সম্প্রতি বিজ্ঞাপনের জন্য মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে হোয়াটসঅ্যাপের ডেটা ভাগ করে নেবার অভিযোগে মেটার বিরুদ্ধে ২১৩.১৪ কোটি টাকা অর্থাৎ ২৫.৬ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে।
ভারতের প্রতিযোগিতা কমিশন অর্থাৎ সিসিআই সম্প্রতি বিজ্ঞাপনের জন্য মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে হোয়াটসঅ্যাপের ডেটা ভাগ করে নেবার অভিযোগে মেটার বিরুদ্ধে ২১৩.১৪ কোটি টাকা অর্থাৎ ২৫.৬ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে। পাশাপাশি, মেটার ওই কোম্পানিগুলির উপর ৫ বছরের নিষেধাজ্ঞা সহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের এই সমস্যা প্রতিকার করার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যান্টি ট্রাস্ট ওয়াচ ডগ-এর রায় অনুযায়ী, ২০২১ সালে গোপনীয়তা নীতি বদল করে হোয়াটসঅ্যাপ। যেখানে এই নীতি আপডেট করে "টেক ইট অর লিভ ইট"-এর ভিত্তিতে একটি অন্যায্য নীতি আনা হয়। সিসিআইয়ের অভিযোগ এই নিয়মের অধীনে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেটা-মালিকানাধীন অন্য অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে ব্যবহারকারীর তথ্য ভাগ করে নেওয়া হচ্ছিল।
সিসিআই আরও জানিয়েছে যে, তারা প্রতিযোগিতা কমানোর জন্যই এই কাজ করেছে। যেকারণে মেটার উপর ২১৩ কোটির জরিমানা জারি করে সংস্থাটি। একই সঙ্গে গ্রাহকের তথ্য সংগ্রহ ও সেগুলি ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো মেটার শাখার সঙ্গে ভাগ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, নিয়ম ভাঙ্গলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে মেটাকে।
সিসিআই-এর নির্দেশ অনুযায়ী, এবার থেকে ২০২১ সালের নীতি মেনে নিলেও কোনো ভারতীয় ব্যবহারকারীর ডেটা ব্যবহার করা যাবে না। ব্যবহারকারীদের ডেটা শেয়ারিং অপশনগুলি পর্যালোচনা এবং সংশোধন করার জন্য একটি ডেডিকেটেড সেটিংস ট্যাবে দিতে হবে। নন-অ্যাডভার্টাইজিং উদ্দেশ্য ব্যবহৃত যে কোনো ডেটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তার লিঙ্ক সহ বিস্তারিত ব্যাখ্যা হোয়াটসঅ্যাপকে দিতে হবে।